বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল খেলার যোগ্যতা নিয়ে শোয়েব আখতারের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ‘IPL লীগে জল টানার যোগ্যতাও নেই বাংলাদেশী প্লেয়ারদের’ শীর্ষক একটি মন্তব্যকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

আইপিএল

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা প্রসঙ্গে বাংলাদশি ক্রিকেটারদের যোগ্যতা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং ‘রক্তে আমার ক্রিকেট 2.0’ নামের একটি ভারতীয় ফেসবুক পেজ থেকে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে বিদ্রুপ করে এই মন্তব্যটি প্রথম প্রচার হয়, যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

গুজবের সূত্রপাত

এবিষয়ে অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘রক্তে আমার ক্রিকেট 2.0’ নামের একটি ফেসবুক পেজে গত ০৯ ডিসেম্বর “IPL লীগে জল টানার যোগ্যতাও নেই বাংলাদেশী প্লেয়ারদের- শোয়েব আখতার” শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

Screenshot: Facebook

উক্ত পোস্টটির কমেন্টবক্স এবং পেজটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে বোঝা যায়, এটি ভারতীয় কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি দ্বারা পরিচালিত একটি ফেসবুক পেজ।

Screenshot: Facebook
Screenshot: Facebook

পরবর্তীতে আলোচিত পেজটির সাম্প্রতিক কয়েকটি পোস্ট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। গত ০১ ডিসেম্বর ‘IPL শুধু জল টানায় খেলতে নেয় না, তাই IPL নিলাম থেকে নিজেকে সরিয়ে নিলেন শাকিব’ শীর্ষক তথ্য সম্বলিত প্রায় একই ধরনের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটিতে উক্ত পেজের লোগো এবং নাম থাকায় নিশ্চিত হওয়া যায় যে, উক্ত পেজের পরিচালকরা এই ফটোকার্ডটির নির্মাতা।

Screenshot: Facebook

এছাড়াও এই পেজটি থেকে বাংলাদেশকে হেয় করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাম্প্রতিক সময়ে প্রকাশিত আরও কিছু পোস্ট (, ) খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম।

Screenshot: Facebook
Screenshot: Facebook

অর্থাৎ, উক্ত পেজটি থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রুপাত্মক পোস্ট করা হয় এবং বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের আইপিএলে খেলার যোগ্যতা নিয়ে শোয়েব আখতারের মন্তব্য দাবিতে প্রচারিত পোস্টটিও বিদ্রুপের উদ্দেশ্য করা হয়েছিল; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে ছড়িয়ে পড়ে।

এছাড়াও, পাকিস্তানের গণমাধ্যম, শোয়েব আখতারের ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত শোয়েব আখতারের ‘আইপিএল লীগে জল টানার যোগ্যতাও নেই বাংলাদেশী প্লেয়ারদের’ শীর্ষক মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত মন্তব্যটি পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের নয়।

মূলত, গত ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। সে ঘটনায়  বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের একাংশের ভারতের পরাজয়ে উল্লাস করার বিষয়টি বাংলাদেশ ও ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়। এরপর বিষয়টি নিয়ে ভারতে সমালোচনার ঝড় ওঠে৷ এ ঘটনায় ক্ষুব্ধ ভারতীয়দের মধ্যে কেউ কেউ বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধের দাবি জানান। পরবর্তীতে ‘রক্তে আমার ক্রিকেট 2.0’ নামের একটি ফেসবুক পেজে গত ০৯ ডিসেম্বর বিদ্রুপাত্মকভাবে ‘বাংলাদেশী প্লেয়ারদের উচিত খেলা-ধুলা বাদ দিয়ে ভালো করে জল টানা প্রেক্টিস করা’ শীর্ষক ক্যাপশনে ‘আইপিএল লীগে জল টানার যোগ্যতাও নেই বাংলাদেশী প্লেয়ারদের’ শীর্ষক একটি মন্তব্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে উক্ত ফটোকার্ডটি বাস্তব দাবিতে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা প্রসঙ্গে বাংলাদেশি ক্রিকেটারদের যোগ্যতা নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার এরূপ কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে। এবারের আইপিএলের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

উল্লেখ্য, পূর্বে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধের ভুয়া তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ‘আইপিএল লীগে জল টানার যোগ্যতাও নেই বাংলাদেশী প্লেয়ারদের’ শীর্ষক একটি মন্তব্যকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img