আইপিএলে বাংলাদেশী খেলোয়াড়দের নিষিদ্ধের গুজব

সম্প্রতি, ‘আইপিএলে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশী প্লেয়ারদের ও নিষিদ্ধ করলেন BCCI’ শীর্ষক শিরোনামে ভারতীয় গণমাধ্যম ABP আনন্দ-এর ডিজাইন সম্বলিত একটি ভিডিও থাম্বনেইল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

বাংলাদেশী

উক্ত থাম্বনেইল দ্বারা বিভ্রান্ত হয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের নিজের আইডিতে উক্ত তথ্যটি স্ট্যাটাস আকারে পোস্ট করেন।

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে ( আর্কাইভ)।    

এছাড়াও উক্ত দাবির প্রেক্ষিতে অনেকে তাদের আইডি ও পেজে ভিডিওও প্রচার করেন। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বাংলাদেশী খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করেনি। এছাড়াও, সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যম ABP আনন্দও তাদের ইউটিউব চ্যানেলে উক্ত শিরোনামের থাম্বনেইল যুক্ত কোনো ভিডিও প্রচার করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে  ABP আনন্দ-এর থাম্বনেইলের ডিজাইন নকল করে উক্ত ভুয়া থাম্বনেইলটি তৈরি করা হয়েছে।অনুসন্ধানের শুরুতে ABP আনন্দ-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওসমূহের থাম্বনেইলগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো থাম্বনেইলযুক্ত ভিডিও খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও ABP আনন্দ-এর ওয়েবসাইটেও উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ পাওয়া যায়নি।

তাছাড়া, ABP আনন্দ-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওসমূহের থাম্বনেইলগুলো পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত থাম্বনেইলে শিরোনাম লেখার ক্ষেত্রে ব্যবহৃত ফন্টের সাথে ABP আনন্দ-এর ইউটিউব চ্যানেলে প্রচারিত থাম্বনেইলগুলোর ফন্টের মিল নেই। 

Thumbnail Comparison by Rumor Scanner 

পরবর্তীতে আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় ও ভারতীয় গণমাধ্যমগুলোতে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে  কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে জাতীয় দৈনিক ইত্তেফাক-এর ওয়েবসাইটে গত ২৬ মার্চ ‘আইপিএলে ‘ছায়া নিষেধাজ্ঞার’ কবলে পড়তে পারে বাংলাদেশ!’ শীর্ষক শিরোনামে আইপিএল-এর ২০২৩ এর আসরে বাংলাদেশী খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Ittefaq

প্রতিবেদনটি থেকে জানা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার পর গত ৪ এপ্রিল থেকে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে আইপিএলে দল পাওয়া তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান টেস্ট না খেলেই টুর্নামেন্টটিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু সেসময় খেলোয়াড়দের টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার জন্য ছাড়পত্র দিতে রাজি ছিলনা বিসিবি। যার ফলে বাংলাদেশের ক্রিকেটারদের টুর্নামেন্ট থেকে ‘ছায়া নিষেধাজ্ঞার’ কবলেও পড়তে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। 

অর্থাৎ, বিসিসিআই কর্তৃক বাংলাদেশী খেলোয়াড়দের আইপিএলে নিষিদ্ধ করার মত কোনো ঘটনা ঘটেনি।

মূলত, রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ পাকিস্তানি ক্রিকেটার নিষিদ্ধ করেছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এরপর আর কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেখা যায়নি। পাকিস্তানি খেলোয়াড়দের ওপর আরোপিত নিষেধাজ্ঞার পর এবছর আইপিএলে অংশগ্রহণের জন্যে এনওসি না পাওয়ায় বাংলাদেশী ও শ্রীলঙ্কান খেলোয়াড় উপর ছায়া নিষেধাজ্ঞা আরোপের একটি গুঞ্জন শোনা যায়। কিন্তু বিসিসিআই এই প্রতিবেদন প্রকাশ অবধি উক্ত গুঞ্জনের বিষয়ে কোনো তথ্য জানায়নি। তবে সম্প্রতি আইসিসি ওডিআই বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের পর বাংলাদেশি ক্রিকেট ভক্তদের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে ‘আইপিএলে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশী প্লেয়ারদের ও নিষিদ্ধ করলেন BCCI’ শীর্ষক শিরোনামে ভারতীয় গণমাধ্যম ABP আনন্দ-এর ডিজাইন সম্বলিত একটি ভিডিও থাম্বনেইল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় গণমাধ্যম ABP আনন্দ এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে  ABP আনন্দ-এর থাম্বনেইলের ডিজাইন নকলের মাধ্যমে উক্ত থাম্বনেইলটি তৈরি করে আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের নিষেধাজ্ঞার মিথ্যা তথ্যটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, ‘আইপিএলে পাকিস্তানের সাথে সাথে বাংলাদেশী প্লেয়ারদের ও নিষিদ্ধ করলেন BCCI’ শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে ভারতীয় গণমাধ্যম ABP আনন্দ-এর নামে প্রচারিত ভিডিও থাম্বনেইলটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img