শুক্রবার, মে 23, 2025

আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হচ্ছে দাবিতে উপদেষ্টা নাহিদকে জড়িয়ে ভুয়া মন্তব্য প্রচার

গত ২০ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা যান। এরপর থেকেই তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হবে বলে জানিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

আসিফ মাহতাব

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হবে জানিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কোনো মন্তব্য করেননি। বরং, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্র দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পাশাপাশি উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক আইডি পর্যালোচনা করেও আলোচিত দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বর মাসেও আসিফ মাহতাবকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যার প্রেক্ষিতে সেসময় ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। এছাড়াও পরবর্তীতে নভেম্বর মাসে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব প্রদান করা হলে সেসময় তাকে সড়িয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য প্রচার করা হয়। যার প্রেক্ষিতে সেসময় আসিফ মাহতাব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানান, তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

অর্থাৎ, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে উপদেষ্টা নাহিদ ইসলামকে জড়িয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবিটি প্রচার করা হচ্ছে।

সুতরাং, উপদেষ্টা নাহিদ ইসলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

  • Asif Mahtab Utsha Facebook Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img