গত জুলাই মাসের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রুপ নেয়। গণ-আন্দোলনের মুখে গত ০৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ০৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে, বেসরকারি ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশনের তথ্যসূত্রে আসিফ মাহতাব উৎসকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আইর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ মাহতাব উৎস শিক্ষা উপদেষ্টা হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সত্য নয় বরং যমুনা টেলিভিশনের নামে ভুয়া তথ্যসূত্রে উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, যমুনা টেলিভিশন আসিফ মাহতাব উৎস শিক্ষা উপদেষ্টা হওয়া নিয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি।
অনুসন্ধানে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামের তালিকা খুঁজে পাওয়া যায়।
তালিকা থেকে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাশাপাশি তিনি পরিকল্পনা মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন।
এছাড়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার নিযুক্ত হয়েছেন।
এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আসিফ মাহতাব উৎস উপদেষ্টা হওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, অনুসন্ধানে যমুনা টিভির ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, আসিফ মাহতাব উৎসকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- cabinet.portal.gov.bd – Website
- moedu.gov.bd – Website
- Jamuna Television – Facebook Post
- Jamuna Television – Website
- Jamuna Television – Youtube