গত ১০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার উপদেষ্টা পরিষদের অংশ হওয়াকে কেন্দ্র করে বেশ কয়েকদিন যাবতই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়ে আসছে। এরই মাঝে সম্প্রতি, মোস্তফা সরয়ার ফারুকীকে সরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করা হয়েছে দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে।
এছাড়া, ইসলামী বক্তা মুফতি আমির হামজা একটি ওয়াজ-মাহফিলে বক্তব্য প্রদানকালে একই দাবির উল্লেখ করেন।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে সরিয়ে আসিফ মাহতাবকে উপদেষ্টা হিসেবে নিয়োগের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আসিফ মাহতাব নিজেই একটি ফেসবুক পোস্টে এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি, প্রধান উপদেষ্টার প্রেস উইংও বিষয়টি মিথ্যা বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অপসারণ বা আসিফ মাহতাবকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগের কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক আইডিতে গত ১৭ নভেম্বর বিকেল ৫ টা ২৮ মিনিটে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়।
উক্ত পোস্টে তিনি জানান, ১৮ নভেম্বর সংস্কৃতি বিষয়ক নতুন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার নতুন ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
গতকাল ১৮ নভেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাক্ষাৎ করেছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। এই সাক্ষাতে সংস্কৃতি উপদেষ্টা ফারুকী তার কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন।
অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ১৮ নভেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে জানান (আর্কাইভ), তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
এই তথ্যটি সত্য নয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছে।
সুতরাং, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অপসারণ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq – প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন উপদেষ্টা ফারুকী
- Shafiqul Alam – Facebook Post.
- Asif Mahtab Utsha – Facebook Post.
- Rumor Scanner’s Analysis