সম্প্রতি ‘নিজ বাসা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হলেন ভিপি নূর’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইলে একটি ভিডিও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর গ্রেপ্তার হননি বরং ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।
গত ০২ আগস্ট Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘নিজ বাসা থেকে ডিবির হাতে গ্রেপ্তার হলেন ভিপি নূর’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইলে ব্যবহার করে ২ মিনিট ০৬ সেকেন্ডের ওই ভিডিওটি প্রচার করা হয়।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে তৈরি একটি নিউজ ভিডিও। সেখানে ভিপি নুরের সাম্প্রতিক ফেসবুক লাইভের একটি খণ্ডিত অংশের সাথে নুরের ভিন্ন ভিন্ন সময়ের পুরোনো কয়েকটি ছবি দেখা যায়।
২ মিনিট ০৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে নুরের বাসায় পুলিশের অভিযানের সাম্প্রতিক লাইভের ভিডিও সংযুক্ত করা হয়। এরপর ভিডিওটির পরবর্তী অংশে প্রতিবেদনে বলা হয়, ‘এবার সন্ত্রাস ও জঙ্গি মতবাদে আর্থিক সহায়তার অভিযোগে গ্রেপ্তার হলেন সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল রাত ২ টা ১০ মিনিটে তাঁর নিজ বাসভবন ভেঙে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ভিপি নুরুল হক নুর ফেসবুক লাইভে এসে ডিবির অভিযানের কথা স্বীকার করেন। ভিপি নুর অভিযোগ করে বলেন, রাত ২ টা ১০ মিনিটে সরকারি সন্ত্রাসীরা তার বাসায় হানা দেন।’
বিষয়টির সত্যতা যাচাইয়ে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে Nurul Haque Nur নামের একটি ফেসবুক পেজে গতকাল(০১ আগস্ট) রাতে নুরের বাসায় পুলিশের অভিযানের কয়েকটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
এতে দেখা যায় সাদা পোশাকে কয়েকজন লোক নুরের বাসায় ঢোকার চেষ্টা করছে। পরে অভিযানের বিষয়টি জানালে নুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।
পরবর্তীতে এবিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশের মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের অনলাইন সংস্করণে গত ০২ আগস্ট ‘মধ্যরাতে নুরের বাসার ‘দরজা ভেঙে’ ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিনকে তুলে নিলো ডিবি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যরাতে ‘দরজা ভেঙে’ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।
নুরুল হক নুর জানান, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় তার বাসার দরজা ভেঙে প্রবেশ করে ডিবি সদস্যরা। পরিচয়ে তারা বলেন, মতিঝিল জোনের ডিবি সদস্য তারা।
এছাড়া পরবর্তীতে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর অনলাইন সংস্করণে একই তারিখে ‘মধ্যরাতে ভিপি নুরুলের বাসা থেকে ছাত্র অধিকারের সভাপতিকে গ্রেপ্তার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও এবিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের বাসা থেকে নুরকে নয় বরং তাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে তাকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি ছাত্রঅধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে গতকাল মধ্য রাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সেসময় নুরুল হক নুরের নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে এই ঘটনার লাইভ প্রচার করা হয়। পরবর্তীতে এই ঘটনার লাইভ ভিডিও’র সাথে নুরের পুরোনো কয়েকটি ছবি যুক্ত করে ‘নিজ বাসা থেকে ডিবির হাতে গ্রেফতার হলেন ভিপি নূর’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ইউটিউবে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, ওইদিন নুরুল হক নুর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হননি।
প্রসঙ্গত, আজ বুধবার (০২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে নুরুল হক নুর সহ ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, পূর্বেও গণঅধিকার পরিষদ(একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিষয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একাধিক মিথ্যা তথ্য শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর গ্রেপ্তার হয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Nurul Haque Nur: Facebook Live Video
- The Daily Star: দরজা ভেঙে’ ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিনকে তুলে নিলো ডিবি
- Prothom Alo: মধ্যরাতে ভিপি নুরুলের বাসা থেকে ছাত্র অধিকারের সভাপতিকে গ্রেপ্তার
- Jugantor: ছাত্র অধিকার পরিষদের মিছিলে নুরের ওপর ছাত্রলীগের হামলা
- Rumor Scanner’s Own Analysis