গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকে নিহত হন। এরই প্রেক্ষিতে, “মাইলস্টোনের হারিয়ে যাওয়া নক্ষত্রগুলো মৃত্যুর কয়দিন আগে এভাবে বৃষ্টিতে ভিজে উল্লাসে মেতে ছিলো, কে জানতো, এটাই হবে শেষ উল্লাস… বৃষ্টির ফোঁটার নিচে চাপা পড়ে গেলো হাজারো না বলা কথা…” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বিমান দুর্ঘটনার কিছুদিন আগে মাইলস্টোনের শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে আনন্দ করার দৃশ্যের নয় বরং, এটি ভারতের মধ্য প্রদেশের একটি স্কুলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ‘Anurag Dwivedi’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ১১ জুলাই ‘# Children usually develop social laughter and giggles.* Today at Jyoti School Rewa’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

উক্ত ক্যাপশনের সূত্র ধরে ‘Jyoti Senior Secondary School’ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া তাদের স্কুলের ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা স্কুলের হুবহু মিল হয়েছে।

এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অ্যাকাউন্টে একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি (১,২) খুঁজে পাওয়া যায়।
উল্লিখিত তথ্যগুলো থেকে এটি নিশ্চিত যে, আলোচিত ভিডিওটি মাইলস্টোনের নয়।
সুতরাং, ভারতের মধ্য প্রদেশের একটি স্কুলের ভিডিওকে বিমান দুর্ঘটনার কিছুদিন আগে বৃষ্টিতে ভিজে ক্যাম্পাসে মাইলস্টোনের শিক্ষার্থীদের আনন্দ করার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Anurag Dwivedi – Instagram Post
- Jyoti Senior Secondary School – Instagram Post