ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের স্লোগান সম্পাদনা করে শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের মিছিল দাবিতে প্রচার

সম্প্রতি, ‘আমরা সবাই শহীদ হবো, শেখ হাসিনাকে দেশে আনবো, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’ শীর্ষক স্লোগান স্কুল কলেজের শিক্ষার্থীরা দিচ্ছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ভিডিওটিতে অডিও হিসেবে শুনতে পাওয়া যায়, আমরা সবাই শহীদ হবো, শেখ হাসিনাকে দেশে আনবো, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনার কিছু হলে যুদ্ধ হবে বাংলাদেশে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে শেখ হাসিনার পক্ষে স্কুল কলেজ শিক্ষার্থীদের স্লোগান দেওয়ার দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, গত ২৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বিআইটি -এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণের এক দফা দাবিতে ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীদের দেওয়া স্লোগানের ভিডিওতে প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে ভিন্ন অডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটিতে থাকা মিছিলের ব্যানারটি পর্যবেক্ষণ করে এতে দেখতে পাওয়া যায়, ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলন “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে BIT এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণ”। এছাড়াও লেখার রয়েছে, ১ দফা, ঢাবি এর অধিভুক্তি বাতিল চাই, BIT এর আদলে স্বতন্ত্রতা চাই। এবং শেষে লেখা রয়েছে, আন্দোলনে ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের শিক্ষার্থীবৃন্দ। 

উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘MD Kamal’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ জুলাই ‘১ দফা দাবিতে ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ…’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত দাবিতে আলোচিত ভিডিওর অডিও ছাড়া বাকী সব কিছুর মিল রয়েছে।

ভিডিওটিতে অধিভুক্তি না বিআইটি? বিআইটি বিআইটি বলে স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও বলতে শোনা যায়, ১,২,৩,৪ বিআইটি মোদের অধিকার। কিন্তু ভিডিওটিতে ‘আমরা সবাই শহীদ হবো, শেখ হাসিনাকে দেশে আনবো, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’ শীর্ষক কোনো স্লোগান ছিল না।

Comparison : Rumor Scanner

এছাড়াও, ভিডিওটি ‘১ দফা দাবিতে ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ…’ শিরোনামে ফেসবুকের বিভিন্ন পেজ ও অ্যাকাউন্ট থেকে (,) প্রচার হতে দেখা যায়।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটিতে ‘আমরা সবাই শহীদ হবো, শেখ হাসিনাকে দেশে আনবো, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে।’ শীর্ষক স্লোগানগুলো সম্পাদনা করে যুক্ত করা হয়েছে।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে একই ঘটনার বিষয়ে মূলধারার গণমাধ্যমগুলোর ওয়েবসাইট (,,)প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজির (বিআইটি) আদলে স্বতন্ত্রতার দাবিতে ফেসটুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিক্ষোভ করছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। 

সুতরাং, ময়মনসিংহে ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ভিন্ন ঘটনার বিক্ষোভ কর্মসূচির ভিডিওর অডিও পরিবর্তন করে তা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে স্কুল কলেজ শিক্ষার্থীদের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img