শনিবার, মে 24, 2025

শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের ভিডিওবার্তা দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিব তার আদর্শ।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প “শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিব আমার আদর্শ” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং, ডোনাল্ড ট্রাম্পের ভিন্ন প্রেক্ষাপটের কয়েকটি পুরোনো ভিডিও ফুটেজ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে কয়েকটি ভিন্ন ভিন্ন ফুটেজ দেখতে পাওয়া যায়। সেসব ফুটেজে ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিতে দেখা যায়। তবে সেখানে কোথায় তিনি “শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিব তার আদর্শ” শীর্ষক কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

বিষয়টি যাচাইয়ে আলোচিত ভিডিওটিতে যুক্ত প্রাসঙ্গিক কয়েকটি ফুটেজ পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই-১

আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২১ নভেম্বর “শেখ হাসিনা এখনও ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’, দাবি নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

জানা যায়, গতবছর প্রায় একই ধরনের দাবি ইন্টারনেটে প্রচারের প্রেক্ষিতে বিষয়টি নিয়ে গণমাধ্যমটি এই প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তারা বিভিন্ন মাধ্যমের বরাতে বিষয়টিকে ভুয়া হিসেবে উল্লেখ করে।

ভিডিও যাচাই-২

আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Trump White House Archived নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ডিসেম্বর ‘President Trump Delivers Remarks at the 2020 National Christmas Tree Lighting’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির ট্রাম্পের বক্তব্যের একটি ফুটেজের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি সেবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির পক্ষ থেকে ক্রিসমাসের শুভেচ্ছা জানানোর ভিডিও।

অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবির কোনো সম্পৃক্ততা নেই।

ভিডিও যাচাই-৩

আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Toronto Star নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ০১ ডিসেম্বর ‘Trump wishes ‘Merry Christmas’ at White House tree lighting’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির ট্রাম্পের বক্তব্যের একটি ফুটেজের মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, এটি সেবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডির পক্ষ থেকে ক্রিসমাসের শুভেচ্ছা জানানোর ভিডিও।

অর্থাৎ, এই ভিডিওটিও সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা কিংবা শেখ মুজিবুর রহমানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ইন্টারনেটে ট্রাম্পের ভিন্ন একটি ভিডিও নিয়ে সমজাতীয় দাবি প্রচারের প্রেক্ষিতে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিব আমার আদর্শ” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img