গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার৷ গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ক্ষমতা হারানোর পরই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা৷ এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি প্রচার করা হচ্ছে, পিবিডি ব্রডকাস্ট নামে ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন “আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন ট্রাম্প শীর্ষক দাবিটি সঠিক নয় বরং পিবিডি পডকাস্ট নামে ইউটিউব চ্যানেলে বাংলাদেশ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।
এ বিষয়ে অনুসন্ধানে পিবিডি পডকাস্ট নামে যুক্তরাষ্ট্রের একটি ইউটিউব চ্যানেলে “Donald Trump Gets Emotional – Speaks On Tariffs, Obama & Iran | PBD Podcast | 489” শিরোনামে গত ১৭ অক্টোবর প্রচারিত একটি পডকাস্ট পাওয়া যায়। পডকাস্টটিতে এর উপস্থাপক প্যাট্রিক বেট-ডেভিড যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেন। উল্লেখ্য যে, সাক্ষাৎকারটি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পূর্বে প্রচারিত হয়েছে। এছাড়া গত এক মাসে পিবিডি পডকাস্টে ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের অন্য কোনো ভিডিও পাওয়া যায়নি।
ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণকৃত উক্ত পডকাস্টটিতে সীমান্ত সংকট, ভোটার আইডি নিয়ম, বাইডেনের অধীনে অর্থনীতি, ব্যবসা ও রাজনীতিতে ট্রাম্পের অতীত অর্জনের বিষয়সহ নানা ইস্যুতে আলোচনা হয়৷ এছাড়াও ডোনাল্ড ট্রাম্প উক্ত পডকাস্টে বারাক ওবামার সময়কার অর্থনীতি, গণমাধ্যমের কার্যক্রম বা ভূমিকা, ইরানে স্যাংশন, পররাষ্ট্রনীতি, চীন ও মেক্সিকোর কারের উপর ট্যারিফের বিষয়ে আলোচনাসহ আরো নানা ঘটনাও বর্ণনা করেন৷ তবে, আলোচনায় তাকে শেখ হাসিনা কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী বিষয়ক কোনো মন্তব্য করতে দেখা যায়নি।
পডকাস্টটি ছাড়াও অন্য কোনো প্রকাশ্য বক্তব্যেও ট্রাম্পকে এমন কোনো বক্তব্য দেওয়ার পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা এমন দাবি ডোনাল্ড ট্রাম্প না করলেও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়ে এক্সে একটি পোস্ট করেছিলেন। গত ৩১ অক্টোবরে করা উক্ত পোস্টটিতে তিনি বলেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হওয়া বর্বরোচিত সহিংসতা, উচ্ছৃঙ্খল জনতা দ্বারা আক্রমণ ও লুন্ঠনে আমি তীব্র নিন্দা জানাই।” উক্ত পোস্টে তিনি তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনাসহ শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও জানান।
সুতরাং, সম্প্রতি পিবিডি পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- PBD Podcast – Donald Trump Gets Emotional – Speaks On Tariffs, Obama & Iran | PBD Podcast | 489
- Rumor Scanner’s own analysis