স্পিকারের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার ভুয়া দাবি

সম্প্রতি, ‘স্পীকারের নিকট পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার জারি’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

প্রধানমন্ত্রী

ইউটিউবে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দেননি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার ও কোনো ঘটনা ঘটেনি বরং ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি কয়েকটি ছবি ও ভিডিও ক্লিপ সংযুক্ত করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিও পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। গত ৩০ অক্টোবর Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ২ মিনিট ০১ সেকেন্ডের এই ভিডিওটি প্রচার করা হয়।

Screenshot: YouTube Claim Video

ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনার ভিডিও ক্লিপ ও ছবি নিয়ে তৈরি একটি ভিডিও প্রতিবেদন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যক্রমের পুরোনো কিছু ছবি দেখানো হয়েছে।

ভিডিওটিতে বলা হয়, “অবশেষে সংসদের শেষ অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার জারি করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে পদত্যাগের ব্যাপারটি স্পিকারের নিকট পেশ করেন। এদিকে জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধান সংশোধনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

উক্ত বিষয়গুলো নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও উক্ত দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

তবে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি’র ইউটিউব চ্যানেলে চলতি বছরের ০৫ জানুয়ারি ‘একাদশ জমাতো সংসদের ২১ তম অধিবেশন- সরাসরি সম্প্রচার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংসদ অধিবেশনের একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ অধিবেশনে অংশগ্রহণের একটি দৃশ্যের সাথে আলোচিত ভিডিওটিতে দেখানো একটি স্থিরচিত্রের হুবহু মিল পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner

অর্থাৎ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ অধিবেশনে অংশগ্রহণের এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

পাশাপাশি মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট পদত্যাগের ঘোষণা দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধান সংশোধনের ঘোষণা দেওয়ার দাবিটিরও কোনো সত্যতা পাওয়া যায়নি।

মূলত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষাপটে গত ৩০ অক্টোবর Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘স্পীকারের নিকট পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার জারি’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অধিক ভিউ পাবার আশায় চটকদার থাম্বনেইল ও শিরোনাম ব্যবহার করে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে আলোচিত দাবির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে বাংলাদেশে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। পরবর্তীতে এই ব্যবস্থা আর পূর্ণবহাল করা হয়নি।

উল্লেখ্য, পূর্বেও চটকদার থাম্বনেইল এবং শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দাবিতে ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img