সম্প্রতি, ঢাকা পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনিকে পুলিশ গুলি করে হত্যা করেছে শীর্ষক দাবিতে এক যুবকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে উক্ত ছবি বিহীন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কোনো নেতা পুলিশের গুলিতে নিহত হননি বরং আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ব্যবহৃত ছবির ব্যক্তির নাম রবিন খান এবং তিনি বর্তমানে সুস্থ আছেন। এটি গত বছর পুলিশের গুলিতে তার আহত হওয়ার পরবর্তী সময়ে ধারণকৃত। এছাড়া, রনি বা আহমেদ রনি নামের কোনো ব্যক্তি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে নেই।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক বদিউজ্জামান বিপ্লবের ফেসবুক অ্যাকাউন্টে গতকাল ২০ নভেম্বর উক্ত ছবিটি নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
সেখানে উল্লেখিত তথ্য থেকে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ব্যবহৃত ছবিটির যুবকের নাম মোঃ রবিন খান, তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।
সেখানে আরও বলা হয়, মো: রবিন খান বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক আছেন এবং তার আহত হওয়ার এই ছবিটি পূর্বের।
পরবর্তীতে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: রবিন খানের ফেসবুক অ্যাকাউন্টে এবিষয়ে গত ২০ নভেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টে বলা হয়, “আমাকে নিয়ে যারা এই ধরনের বিভ্রান্ত পোস্ট করতেছেন তারা দয়া করে এসব থেকে বিরত থাকুন স্বাভাবিক আছি আমার সাথে এই ধরনের কোন ঘটনা ঘটেনি এটা গত বছরের ঘটনা দয়া করে সবাই ডিলিট করুন এবং আমি ভালো আছি।”
অর্থাৎ, ছবির এই যুবকের নাম রনি নয় বরং মোঃ রবিন খান এবং তিনি মারা যাননি।
তাছাড়া, গণমাধ্যম কিংবা বিএনপি সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কোনো নেতা-কর্মীর পুলিশের গুলিতে মারা যাওয়ার তথ্য খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, রনি বা আহমেদ রনি নামে ঢাকা পশ্চিম ছাত্রদলের কোনো সাংগঠনিক সম্পাদকের খোঁজ পাওয়া যায়নি।
মূলত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবিতে বিএনপি-জামায়াতসহ আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকে কেন্দ্র করে প্রায়ই পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে উভয়পক্ষের লোক নিহত হওয়ার মতো তথ্য গণমাধ্যমের খবরে উঠে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ফেসবুকে প্রচারিত ‘ঢাকা পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনিকে পুলিশ গুলি করে হত্যা করেছে’ শীর্ষক দাবির প্রেক্ষিতে অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কোনো নেতা-কর্মী পুলিশের গুলিতে মারা যায়নি। প্রকৃতপক্ষে উক্ত দাবিতে প্রচারিত পোস্টে ব্যবহৃত ছবির যুবকের নাম রনি নয় বরং রবিন খান। তিনি ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। ২০২২ সালে পুলিশের সাথে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। ব্তমানে তিনি বর্তমানে সুস্থ আছেন। এছাড়া, রনি বা আহমেদ রনি নামে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিতে কোনো সাংগঠনিক সম্পাদক নেই।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর বিএনপির চলমান অবরোধ শুরুর প্রথম দিনে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রিফাত (২০) পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।
উল্লেখ্য, ২০২২ সালেও একই ছবি ব্যবহার করে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা রবিন খান নিহত হওয়ার ভুয়া তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ঢাকা পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনিকে পুলিশ গুলি করে হত্যা করেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।