সম্প্রতি, বাংলাদেশের মূলধারার গণমাধ্যম সময় টিভির ফেসবুক পেজের স্ক্রিনশট যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে ফোনকলের মাধ্যমে বাংলাদেশে আসার অনুরোধ জানিয়েছেন দাবিতে একটি তথ্য শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে ফোনকলের মাধ্যমে দেশে আসার অনুরোধ জানানোর দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয় এবং সময় টিভির লোগো ব্যবহার করে উক্ত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটিও আসল নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় স্ক্রিনশটটি তৈরি করে নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে বিষয়টি যাচাইয়ের জন্য সময় টিভির ভেরিফাইড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। তবে সেখানে কোথাও প্রচারিত দাবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, সময় টিভির অফিশিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও প্রচারিত দাবিটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ভেরিফাইড ফেসবুক পেজ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত মাধ্যমগুলোতেও বিষয়টি সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও সময় টিভির লোগো সংযুক্ত করে প্রচারিত স্ক্রিনশটটির ফন্ট, লেখার ধরন এবং বানান লক্ষ্য করলে বোঝা যায়, এটি বাস্তব নয় বরং এডিট করে তৈরি করা হয়েছে।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে ফোনকলের মাধ্যমে দেশে আসার অনুরোধ জানানোর বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা প্রতীয়মান হয় যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে ফোনকলের মাধ্যমে দেশে আসার অনুরোধ জানানোর দাবিটি সঠিক নয়।
মূলত, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে ফোনকলের মাধ্যমে দেশে আসার অনুরোধ জানিয়েছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি তথ্য প্রচার করা হয়। তবে অনুসন্ধানে জানা যায়, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। গণমাধ্যম বা নির্ভরযোগ্য অন্যকোনো সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিজানুর রহমান আজহারীকে ফোনকলের মাধ্যমে দেশে আসার অনুরোধ জানানোর বিষয়ে কোন তথ্য খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, পূর্বেও মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে ফোনকলের মাধ্যমে দেশে আসার অনুরোধ জানিয়েছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Somoy TV: Verified Facebook Page
- Somoy TV: Official Website
- Mizanur Rahman Azhari: Verified Facebook Page
- Prime Minister Office:https://pmo.gov.bd/
- Rumor Scanner Own Analysis