সম্প্রতি, “রা’শিয়া ও ই’উক্রেনের যু’দ্ধ নিয়ে এ কি বললেন মিজানুর রহমান আজহারী” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০২০ সালের ১৭ মার্চ মিজানুর রহমান আজহারীর ফেসবুক পেজ হতে স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের ব্যাপারে গণসচেতনতা মূলক আলোচনা নিয়ে প্রচারিত পুরোনো লাইভ ভিডিও।
ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Mizanur Rahman Azhari এর ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে ২০২০ সালের ১৭ মার্চে “স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে লাইভটি সবাই শেয়ার করুন। ধন্যবাদ” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী ২০২০ সালের ১৭ মার্চ স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের বিষয়ে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে গণসচেতনতা মূলক একটি লাইভ করেন। ঐ লাইভ ভিডিওকেই সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মিজানুর রহমান আজহারীর বক্তব্য দাবিতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় পুনরায় ফেসবুকে প্রচার করা হচ্ছে।
প্রসঙ্গত, রিউমর স্ক্যানার টিম পূর্বেও ‘Elias Hossain’ নামের উক্ত ফেসবুক পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত একাধিক ভিডিওকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
ভিন্ন ঘটনার পুরোনো ভিডিওকে আলেমদের মুক্তি চেয়ে হেফাজতের কর্মসূচি দাবিতে প্রচার
সুতরাং, ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত ভেরিভাইড ফেসবুক পেজ হতে ২০২০ সালের ১৭ মার্চে স্বাস্থ্য সুরক্ষায় করোনা ভাইরাসের বিষয়ে প্রচারিত একটি গণসচেতনতামূলক ফেসবুক লাইভ ভিডিওকে সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মিজানুর রহমান আজহারীর বক্তব্য দাবিতে সামাজিক মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে এ কি বললেন মিজানুর রহমান আজহারী
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
Mizanur Rahman Azhari FB Live: https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=215722933119582