বুধবার, অক্টোবর 9, 2024

রমজানকে কেন্দ্র করে প্রাণ আরএফএল গ্রুপের নামে ভুয়া ক্যাম্পেইন প্রচার 

সম্প্রতি ‘PRAN–RFL Group ramadan gift’ শীর্ষক একটি ক্যাম্পেইন লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং মেসেজ শেয়ারিং প্লাটফর্ম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। 

Screenshot: facebook

ফেসবুকে প্রচারিত এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে

Screenshot: facebook

এই বিষয়ে সত্যতা জানতে চেয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। এমন একটি পোস্ট দেখুন এখানে। আর্কাইভ দেখুন এখানে। 

ক্যাম্পেইন ওয়েবসাইটটি দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে রমজান উপলক্ষে ১০ বা ৩০ হাজার টাকা উপহার দেওয়া হচ্ছে না বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া ওয়েবসাইট তৈরি করে উপহার প্রদানের প্রলোভন দেখানো হচ্ছে।

ক্যাম্পেইনটির সতত্য যাচাইয়ে ক্যাম্পেইন ওয়েবসাইটে প্রবেশ করা হয়। সেখানে প্রথমেই অভিনন্দন জানিয়ে বলা হয়, প্রাণ-আরএফএল গ্রুপের রমজান উপহারে কিছু প্রশ্নের উত্তর দিয়ে ৩০ হাজার টাকা জেতার সুযোগ রয়েছে। 

screenshot: Scam Website.

পরবর্তীতে সেখানে পর্যায়ক্রমে চারটি প্রশ্ন সামনে আসে। যেখানে বয়স, লিঙ্গ এবং প্রাণ এরএফএল গ্রুপের সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা হয়।

Screenshot Collage: questions asked on scam website.

সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার পর এই ধাপটি পার হয়। এরপর অভিনন্দন জানিয়ে এই ধাপটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে পরের ধাপে নিয়ে যাওয়া হয়। সেখানে ৯টি গিফট বক্স দেখা যায়। বক্সের ভেতরে থাকা গিফট পেতে হলে সঠিক গিফট বক্স সিলেক্ট করতে হবে এবং এর জন্য ৩ বার সুযোগ দেওয়া হবে। 

Screenshot Collage: Steps of scam website

এই ধাপটি যাচাই করার জন্য প্রদর্শিত গিফটবক্স থেকে অনুমানের ভিত্তিতে একটি বক্স সিলেক্ট করা হয়। সেখানে দুঃখপ্রকাশ করে জানানো হয় বাছাইকৃত বক্সটি খালি এবং এখনো দুইবার সুযোগ রয়েছে। পরবর্তীতে অন্য একটি বক্স সিলেক্ট করলে সেখানে বাছাইকৃত বক্সটি থেকে টাকা বের হতে দেখা যায়। এরপর অভিনন্দন জানিয়ে ৩০ হাজার টাকা জেতার কথা বলা হয়।

Screenshot Collage: Steps of scam website

পরের ধাপে ৫টি ফেসবুক গ্রুপ অথবা ২০ জন বন্ধুকে এই ক্যাম্পেইন সম্পর্কে জানাতে বলা হয়। ক্যাম্পেইন সম্পর্কে জানাতে মেসেজিং প্লাটফর্ম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের অপশন দেওয়া হয়। সেগুলোয় ক্লিক করলে উক্ত অ্যাপগুলোতে একটি লিংক পাঠানোর অপশন সামনে আসে। 

Screenshot: scam website.

অনুসন্ধানের স্বার্থে এই ধাপটিও পার করা হয়। তবে ধাপ পার করার পরেও কোনো উপহার দেওয়া হয়নি বরং কিছু স্প্যাম লিংক ক্লিক করতে বলা হচ্ছে।

Screenshot Collage: Steps of scam website

অর্থাৎ, এই ক্যাম্পেইনটি ভুয়া। এর মাধ্যমে কোনো উপহার পাওয়া যাচ্ছে না।

প্রাণ আরএফএল কি এমন কোনো অফার দিচ্ছে?

প্রথমত, যে ওয়েবসাইট থেকে এই উপহার দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে সেটি একটি ভুয়া ওয়েবসাইট। পাশাপাশি প্রাণ আরএফএল এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজ কিংবা নির্ভরযোগ্য অন্যকোনো সূত্র থেকেও উক্ত অফারের সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, প্রাণ আরএফএল গ্রুপ এর পক্ষ থেকে এমন কোনো অফার দেওয়া হয়নি।

মূলত, প্রাণ আরএফএল এর পক্ষ থেকে রমজান গিফট অফার দেওয়া হচ্ছে শীর্ষক একটি তথ্য সম্বকিত লিংক সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রাণ আরএফএলের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে প্রতারণার উদ্দেশ্যে প্রলোভন দেখানো হয়। সেসময় উক্ত বিষয়গুলোকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রাণ আরএফএল গ্রুপের নাম ব্যবহার করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রমজান উপলক্ষে ১০ বা ৩০ হাজার টাকা উপহার দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img