সম্প্রতি, “ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখ” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি কোনো বাস্তব চোখের নয় বরং এটি একটি ডিজিটাল আর্টওয়ার্ক।
মূলত, Jenya Filimonov নামের একজন ডিজিটাল আর্টওয়ার্ক শিল্পী, যিনি যৌথভাবে থ্রি ডাইমেনশনাল রেন্ডারিং সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে উক্ত ডিজিটাল ছবিটি তৈরি করেছিলেন। Jenya Filimonov এর তৈরি করা ডিজিটাল আর্টওয়ার্কটিই সাম্প্রতিক সময়ে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য ছাড়াই ‘ম্যাক্রো লেন্স দিয়ে তোলা মানুষের চোখ’ দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
বিগত সময়েও একই ছবিটি বাস্তব চোখের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। সে সময়ে বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।