সম্প্রতি, “আল্লাহ কত নিখুঁত ভাবে আমাদের চোখ তৈরী করেছেন” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টেচক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি কোন বাস্তব চোখের নয় বরং এটি একটি ডিজিটাল আর্টওয়ার্ক।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, ফটো শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্ট-এ “Jenya Filimonov — Realistic Eye” শিরোনামে প্রকাশিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরবর্তীতে, ডিজিটাল আর্টিস্টদের প্ল্যাটফর্ম ‘CGSOCIETY’-এ ২০১৯ সালের ১ এপ্রিলে Jenya Filimonov কর্তৃক প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। সেখানে তিনি ছবিটির বিবরণীতে ইংরেজিতে লিখেছেন, ‘Hello! This is my joint project with Roman Lovygin Modeling, sculpting and texturing – my self. Lookdev, lighting, rendering and compositing – Roman Lovygin.’
মূলত, Jenya Filimonov একজন ডিজিটাল আর্টওয়ার্ক শিল্পী। Roman Lovygin এবং তিনি যৌথভাবে থ্রি ডাইমেনশনাল রেন্ডারিং সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে উক্ত ডিজিটাল ছবিটি তৈরি করেছিলেন। পরবর্তীতে, তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইট এবং ইন্সটাগ্রাম একাউন্টে উক্ত ডিজিটাল আর্টওয়ার্কটি প্রকাশ করেন।
View this post on Instagram
আরো পড়ুনঃ এটি থ্রিডি এনিমেশন, মাইক্রোস্কোপে মানুষের চোখের ভিডিও নয়
এছাড়াও, তার ওয়েবসাইটে মূল ডিজাইনের ছবিটির পাশাপাশি সেখানে রেন্ডারকালীন সময়ের ছবিও খুঁজে পাওয়া যায়।
প্রসঙ্গত, পূর্বেও একই ছবিটি মানুষের চোখের ক্লোজআপ ভার্সন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়লে তুরষ্ক ভিত্তিক ফ্যাক্টচেকিং ওয়েবসাইট Teyit বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
অর্থাৎ, ডিজিটাল আর্টিস্ট কর্তৃক তৈরি একটি ডিজিটাল চিত্রকর্মকে সাম্প্রতিক সময়ে বাস্তবিক মানব চোখের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আল্লাহ কত নিখুঁত ভাবে আমাদের চোখ তৈরী করেছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- Pinterest: https://ar.pinterest.com/pin/606719381034373729/
- CGSOCIETY: https://cgsociety.org/c/featured/hxs9/realistic-eye
- Eugene Filimonov: https://eugenefilimonov.art/projects/rR0xOe
- Instagram: https://www.instagram.com/p/CJTHcHLpzBS/