সম্প্রতি, “ব্যাংককের ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষার সময় তাদের কাগজের ব্লিঙ্কার পরিয়ে দেওয়া হয়,যেন তারা নকল না করতে পারে” শীর্ষক তথ্য সম্বলিত একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যাংককের রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ব্যাংককের ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাগজের ব্লিঙ্কার পরিয়ে পরীক্ষা নেওয়ার আলোচিত পদ্ধতিটি বর্তমানে প্রচলিত না বরং উক্ত পদ্ধতিটি ২০১৩ সালে একটি পরীক্ষার সময়ে অবলম্বন করা হয়েছিল, যা সমালোচনার কারণে বাতিল ঘোষণা করা হয়।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, ব্যাংকক ভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের ওয়েবসাইটে ২০১৩ সালের ১৬ আগস্টে “Students made to wear ‘blinkers’’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, ব্যাংকক পোস্ট এর ওয়েবসাইটে একই দিনে “Kasetsart cancels ‘blinker’ hats” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উল্লিখিত দুইটি প্রতিবেদন সারাংশ করলে হয়ঃ ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ে কৃষি-শিল্প অনুষদের একটি পরীক্ষা চলাকালীন প্রায় ১০০ শিক্ষার্থীর কক্ষে কাগজের ব্লিঙ্কার পরা অবস্থায় একটি ছবি বিশ্ববিদ্যালয়টির ফেসবুক পেজে পোস্ট করা হলে তা তৎক্ষণাৎ ছড়িয়ে পরে এবং বিতর্কের সৃষ্টি করে। বিতর্ক সৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন উক্ত ফেসবুক পোস্টটি ডিলিট করে দেয় এবং ক্ষমা চেয়ে একটি বিবৃতি জারি করে। পরবর্তীতে, কাসেটসার্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাগজের ব্লিঙ্কার পরানোর উক্ত পদ্ধতিটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল টেস্ট কোর্সের প্রভাষক Natdanai Rungruangkitkrai এর ভাষ্য মতে, পরীক্ষায় জালিয়াতি কিভাবে প্রতিরোধ করা যায় তা আলোচনা চলাকালীন শিক্ষার্থীরাই উক্ত পদ্ধতিটি প্রস্তাব করেছিলো ও প্রায় ৯০ জন শিক্ষার্থী ব্লিঙ্কার ব্যবহার করতে এবং পরীক্ষার দিন নিজেরাই ব্লিঙ্কার তৈরি করতে সম্মত হয়েছিল।
Also Read: টাইগার শ্রফ ও তারা সুতারিয়ার ইসলাম ধর্ম গ্রহণ করার দাবিটি মিথ্যা
মূলত, ব্যাংককের ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালে কৃষি-শিল্প অনুষদের একটি পরীক্ষা চলাকালীন জালিয়াতি রোধ করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের কাগজের ব্লিঙ্কার পরিয়ে পরীক্ষা নেওয়ার একটি পদ্ধতি অবলম্বন করা হয়েছিলো। পরবর্তীতে সমালোচনার কারণে উক্ত পদ্ধতিটি বাতিল ঘোষণা করেছিলো বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।
সুতরাং, ব্যাংককের ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালে শিক্ষার্থীদের কাগজের ব্লিঙ্কার পরিয়ে পরীক্ষা নেওয়ার একটি ছবি সংযুক্ত করে পদ্ধতিটি বর্তমানে চলমান রয়েছে দাবিতে একটি ডিজিটাল ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।