সময় টিভির বরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণার ভুয়া দাবি

সকল গ্রেডের সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার করে কোটা ব্যবস্থার স্থায়ী সমাধানের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফর নিয়ে গত ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন। মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ”মুক্তিযোদ্ধাদের ওপর এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?”। তার এই মন্তব্যকে অপমানসূচক দাবি করে গত দুইদিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ। এরই প্রেক্ষিতে আজ, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘন্টার জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির বরাত দিয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগামী ৭২ ঘন্টার জন্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করার দাবিতে সময় টিভি কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, সম্পূর্ণ ভিত্তিহীনভাবে সময় টিভির নাম ব্যবহার করে ভুয়া এই দাবিটি প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিটির বিষয়ে সত্যতা যাচাইয়ে সময় টিভির ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যলোচনা করেও ৭২ ঘন্টার জন্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করার বিষয়ে কোনো সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

Read More: কোটা আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ঢাবিতে নিহতের গুজবে সয়লাব ফেসবুক

সময় টিভি এ বিষয়ক কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কিনা তা জানতে সময় টিভির ওয়েব ডেস্ক সমন্বয়ক মামুন শেখ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভুয়া। সময় টিভিতে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। এছাড়াও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করার বিষয়টিও সত্য নয়।

পরবর্তীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর অফিসিয়াল ওয়েবসাইট পর্যালোচনা করেও আলোচিত দাবিটির বিষয়ে কোনো নোটিশ কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি কোনো গণমাধ্যম সূত্রেও এমন কোনো তথ্য মেলেনি। 

তবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর সড়কগুলোতে অবরোধের কারণে অভন্ত্যরীণ ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে দেরি হবার কারণে কিছু ফ্লাইটের সিডিউলের পরিবর্তন ঘটেছে। 

মূলত, চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগামী ৭২ ঘন্টার জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শীর্ষক একটি দাবি সময় টিভির বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমো প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সঠিক নয়। সময় টিভি এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। শাহজালাল বিমানবন্দরও বন্ধের কোনো ঘোষণা আসেনি।

সুতরাং, সময় টিভির বরাত দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৭২ ঘন্টার জন্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Statement of Somoy TV’s Web Desk Co-ordinator Mamun Sheikh
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img