চিত্রনায়িকা অপু বিশ্বাসের মৃত্যুর গুজব

সম্প্রতি, চিত্রনায়িকা অপু বিশ্বাস মারা গেছেন দাবিতে একটি তথ্য শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত ভিডিওগুলোর কোনোটাতে বলা হয়েছে, অপু বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আবার কোনোটাতে বলা হয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

অপু

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়িকা অপু বিশ্বাস অ্যাক্সিডেন্ট কিংবা আত্মহত্যা করে মৃত্যুবরণ করেননি বরং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে আপু বিশ্বাস বর্তমানে জীবিত এবং সুস্থ রয়েছেন।

অপু বিশ্বাস মারা গেছেন দাবিতে প্রচারিত ভিডিওগুলোতে কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ পাওয়া যায়নি, তাছাড়া একটি ভিডিওতে অপু বিশ্বাস সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার কথা বলা হলেও সেখানে তার সাম্প্রতিক অবস্থার কোনো ভিডিও কিংবা ছবিও দেখানো হয়নি। অপর একটি ভিডিওতে বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। সেখানে আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তার সাবেক স্বামী শাকিব খান চিত্রনায়িকা বুবলিকে বিয়ে করেছেন।

বিষয়টি নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও এই দাবিগুলোর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

অনুসন্ধানে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল ০৬ নভেম্বর একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot: Apu Biswas Facebook Page

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ আয়োজিত ১১.১১ শো। উক্ত লাইভ প্রোগ্রামটিতে আপু বিশ্বাস অংশ নিয়েছেন।

তাছাড়া, অপু বিশ্বাসের ভেরিফাইড ফেসবুক পেজের গত দুইদিনের আরও কিছু পোস্ট (, ) পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেগুলো থেকেও নিশ্চিত হওয়া যায়, তিনি বর্তমানে স্বাভাবিক অবস্থায় আছেন।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম যুগান্তরের অনলাইন সংস্করণে গত ০৪ নভেম্বর ‘তাপস বুবলীর প্রেম, মুখ খুললেন অপু বিশ্বাস’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে তাপস-বুবলির প্রেম ইস্যুতে অপু বিশ্বাস একটি ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলেছেন।

অর্থাৎ, চিত্রনায়িকা অপু বিশ্বাস মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো সূত্রে এখন পর্যন্ত অপু বিশ্বাসের মৃত্যুর কিংবা অসুস্থতার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

মূলত, সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস সড়ক দুর্ঘটনায় এবং আত্মহত্যা করে মারা গেছেন দাবি করে একাধিক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে অপু বিশ্বাস বর্তমানে জীবিত এবং সুস্থ আছেন।

উল্লেখ্য, পূর্বেও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, চিত্রনায়িকা অপু বিশ্বাস মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি গুজব।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img