সম্প্রতি বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন দাবি করে একাধিক ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
একই দাবিতে হিন্দি ভাষায় ছড়িয়ে পড়া কিছু ইউটিউব ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি প্রচার করা হচ্ছে। তাছাড়া, টাইগার শ্রফ বর্তমানে তার নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের মারা যাওয়ার দাবিতে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওগুলো যাচাই করলে দেখা যায়, এগুলো ভিন্ন ভিন্ন ঘটনার কয়েকটি পুরোনো ভিডিও থেকে নেওয়া ছবি ও ক্লিপ উক্ত দাবিটির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।
গত ০৬ মে Bongo Tv নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে রোড এক্সিডেন্টে বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন বলে দাবি করা হয়।
তবে ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেখানে টাইগার শ্রফের পুরোনো কিছু ছবি যুক্ত করা হয়েছে। তাছাড়া ভিডিওটির থাম্বনেইলে প্রদর্শিত টাইগার শ্রফের ছবিটিও বাস্তব নয় (এডিটেড)।
এছাড়াও গত ০৫ মে STAR UPDATED BD নামের একটি ইউটিউব চ্যানেলের একটি ভিডিও‘র শিরোনামে টাইগার শ্রফের মারা যাওয়ার দাবি প্রচার করা হলেও বিস্তারিত অংশে তিনি আহত হয়েছেন বলে দাবি করা হয়।
এছাড়াও গত ০৪ মে Siddikur Rahman TV নামের একটি ইউটিউব চ্যানেলে টাইগার শ্রফের মারা যাওয়ার দাবিতে ভিন্ন এক ব্যক্তির মূমুর্ষু অবস্থার ভিডিও শেয়ার করা হয়।
একই দাবিতে প্রচারিত অন্যান্য ভিডিও পর্যবেক্ষণ করলেও দেখা যায়, সেখানে প্রদর্শিত ছবি ও ভিডিও ক্লিপগুলো সাম্প্রতিক সময়ের নয় এবং তা ভিন্ন ভিন্ন ঘটনার ছবি ও ভিডিও ক্লিপ নিয়ে তৈরি করা হয়েছে।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের সাম্প্রতিক কার্যক্রমের বিষয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড অনুসন্ধান করে জানা যায়, তিনি বর্তমানে তার নতুন সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া‘র শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
টাইগার শ্রফের মারা যাওয়ার দাবিটি অধিকতর যাচাইয়ের জন্য তার ভেরিফাইড ফেসবুক পেজের অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে দেখা যায়, আজ (১০ মে) সকালেই অভিনেতার ফিজিক্যাল এক্টিভিটির একটি রিল ভিডিও শেয়ার করা হয়।
এছাড়াও গত ০৭ মে তিনি একটি পোস্টে তার নতুন সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া‘র শুটিংয়ের একটি দৃশ্য শেয়ার করেন।
এছাড়াও Box Office Worldwide এর টুইট থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।
পাশাপাশি, ভারতীয় গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই অভিনেতার মৃত্যু সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
মূলত, সম্প্রতি বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন দাবি করে একাধিক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। টাইগার শ্রফ সুস্থ আছেন এবং তিনি বর্তমানে তার নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
প্রসঙ্গত, টাইগার শ্রফের সাথে বর্তমানে একই সিনেমায় কাজ করছেন বলিউডের খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমার। এই সিনেমার শুটিং করতে গিয়ে তিনি চলতি বছরের মার্চে আহত হন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, বলিউড অভিনেতা টাইগার শ্রফ মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি গুজব।
তথ্যসূত্র
- Tiger Shroff Verified Facebook Page: reel video
- Tiger Shroff Verified Facebook Page: post
- bdnews24.com: এবার ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ হয়ে আসছেন অক্ষয়- টাইগার
- Channel I Online: শুটিং সেটে আহত হলেন অক্ষয়
- Box Office Worldwide: Tweet
- Rumor Scanner Own Analysis