সম্প্রতি “ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন ডিজিটাল বাংলাদেশ লজ্জিত আমরা নিলজ্জ আমাদের বিবেক,নিলজ্জ দেশ,নিলজ্জ দেশের নেতা কর্মী,নিলজ্জ সরকার। #UP ফতেপুর ঃ গরিবি আর ক্ষুদার জালাই। একজন মা তার চার মেয়েকে নিয়ে মৃত্যু বরণ।” শীর্ষক একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবি সম্বলিত প্রচারিত এই ঘটনাটি বাংলাদেশের নয় আলোচিত বরং এটি ভারতের উত্তরপ্রদেশের ২০২০ সালের ১লা ফেব্রুয়ারীর ফতেহপুরের একটি পুরোনো ঘটনা।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, Bhaskar Hindi নামের ভারতীয় একটি সংবাদমাধ্যমে ২০২০ সালের ০৭ এপ্রিলে “Fake News: Due to hunger in lockdown, the woman committed suicide along with her four daughters?” (অনুবাদিত) শিরোনামে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, ভারতীয় অনলাইন গণমাধ্যম অমর উজালা এর ওয়েবসাইটে ২০২০ সালের ১ লা ফেব্রুয়ারী “এতকিছুর পরও কেন চার মেয়েকে নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন মা” (অনুবাদিত) শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে মা সহ ঐ চার মেয়ের আত্মহত্যার প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

মূলত, ২০২০ সালে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে শ্যামা দেবি নামের এক নারী স্বামীর সাথে ঝগড়া এবং সাংসারিক অশান্তির জেরে চার সন্তানসহ আত্মহত্যা করেন। সেই ঘটনার পুরোনো একটি ছবিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘটনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
আরো পড়ুনঃ ভিডিওটি ভারতে মুসলিম নারীদের হেনস্তার নয়
অর্থাৎ, ভারতে ২০২০ সালে মা সহ চার মেয়ের আত্মহত্যার ঘটনাকে সম্প্রতি বাংলাদেশের ঘটনা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bhaskar Hindi: https://www.bhaskarhindi.com/fake-news/news/mother-committed-suicide-with-her-four-daughter-in-fatehpur-photo-viral-know-the-truth-120111
- Amar Ujala: Mother Committed Suicide With Her Four Daughter In Fatehpur Up – यूपी: आखिर क्यों चार बेटियों के साथ आत्महत्या करने पर मजबूर हुई मां, पढ़ें पूरा घटनाक्रम – Amar Ujala Hindi News Live