ভিডিওটি ভারতে মুসলিম নারীদের হেনস্তার নয়

সম্প্রতি ” একজন খালিদ বিন ওয়ালিদ (রাঃ) খুব প্রয়োজন গজব আসবে ইন্ডিয়া, অপেক্ষা করো” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে । 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ভারতে মুসলিম নারীদের হেনস্তার ঘটনার নয় বরং এটি ২০১৯ সালে শ্রীলঙ্কার ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি র‌্যাগিং এর এবং মরক্কোর একটি ঘটনার সংযুক্ত ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, Now News নামের শ্রীলংকার একটি ইউটিউব চ্যানেলে ২০১৯ সালের ২ মার্চ “Raging of racist students (অনুবাদিত)” শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির প্রথম ৩০ সেকেন্ড অংশের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণীতে লেখা রয়েছে, Studying at Eastern University of Sri Lanka (eastern university of srilanka) Reging of racist students (গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদিত)।

পাশাপাশি, Lanka Sun News নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি “Racist students at the Eastern University of Sri Lanka (eastern university of srilanka) have gone without a measure of ragging. (অনুবাদিত)” শিরোনামে একই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, Puthithu নামের শ্রীলঙ্কা ভিত্তিক ওয়েবসাইটে ঐ বছর শ্রীলঙ্কার ইস্টার্ন ইউনিভার্সিটিতে র‍্যাগিং এর উক্ত ঘটনা নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

তাছাড়া, মরোক্কো ভিত্তিক সংবাদমাধ্যম Morocco World News এ ২০১৫ সালের ২৮ অক্টোবরে “Morocco: Video of Mob Assaulting Woman on Ashura Day Stirs Outrage” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির ৩১ সেকেন্ড থেকে ৫৯ সেকেন্ড অংশের মিল পাওয়া যায়।

নারী
Screenshot from Morocco World News Website

মূলত, ২০১৯ সালে শ্রীলংকার ইস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণবাদী শিক্ষার্থী কর্তৃক পর্দাশীল নারী শিক্ষার্থীদের র‍্যাগিং এর একটি ভিডিও এবং ২০১৫ সালে মরক্কোতে কিছু তরুণ কর্তৃক এক নারীকে ডিম, পানি, ময়দা ছুড়ে মারার একটি ভিডিও একত্রে সংযুক্ত করে ভারতে মুসলিম নারীদের হেনস্তার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ পর্দাশীল নারীকে হয়রানি করার ভিডিওটি পুরোনো

উল্লেখ্য মরক্কোর এই ভিডিওটি এর আগেও ফেসবুক প্রচারিত হয়েছিলো এবং তখন বিষয়টি বিভ্রান্তিকর শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

অর্থাৎ, শ্রীলঙ্কা ও মরক্কোর দুইটি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও একত্রে সংযুক্ত করে তা ভারতে মুসলিম নারীদের হেনস্তার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img