ক্রিকেট ছেড়ে শাদাব খান পুলিশে যোগ দেননি

সম্প্রতি, ‘পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শাদাব খান পাকিস্তান পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছেন’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

শাদাব খান পুলিশে যোগ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন –এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

‘ক্রিকেট ছেড়ে পুলিশে যোগ দিলেন পাকিস্তানের শাদাব খান। পেলেন ডিএসপি পদ’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

তবে উক্ত ভিডিওটি’র বিস্তারিত অংশে সম্মানসূচক ডিএসপি পদের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

কতিপয় গণমাধ্যমের ফেসবুক পেজেও উক্ত সংবাদটি ‘পাঞ্জাব পুলিশের ডিএসপি হলেন শাদাব খান’ শীর্ষক শিরোনামে প্রকাশের পর পোস্টের কমেন্টে অনেক নেটিজেনকে শাদাব খান পুলিশে তার ক্যারিয়ার শুরু করেছেন ভেবে বিভিন্ন মন্তব্য করেছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শাদাব খান ক্রিকেট ছেড়ে পাকিস্তান পুলিশের ডিএসপি পদে যোগ দেননি বরং দেশটির পাঞ্জাব রাজ্য পুলিশ তাকে সম্মানসূচক ডিএসপি পদে নিয়োগ দিয়েছেন যার মাধ্যমে তিনি উক্ত রাজ্য পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পারেন। 

বিষয়টি যাচাইয়ে ম্যানুয়ালি অনুসন্ধানের মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শাদাব খানের ভেরিফাইড ফেসবুক পেজে গত ২০ নভেম্বর প্রকাশিত এ সম্পর্কিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

Screenshot: Shadab Khan Facebook

উক্ত পোস্টে শাদাব খান বলেন, ‘পাঞ্জাব পুলিশের আইজি এবং ডিপার্টমেন্ট আমাকে সম্মানসূচক ডিএসপি করেছেন। ভিন্ন উপায়ে সেবা দেওয়ার সুযোগ পাওয়ায় আমি সম্মানিতবোধ করছি। আমরা পরিবর্তনের কথা বলেছি, চলুন আমরা যে পরিবর্তন চাই সেটি বাস্তবায়ন করি। পরবর্তী প্রজন্মকেও আহবান জানাই, সম্ভব হলে তারা যেন দেশের সেবা করার জন্য সরকারি সেক্টরগুলোতে যোগ দেয়।’

পরবর্তীতে পাকিস্তানের পাঞ্জাব রাজ্য পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে একই তারিখে প্রকাশিত এক পোস্ট থেকেও শাদাব খানের পাঞ্জাব পুলিশের অনারারি ডিএসপি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

Screenshot: Punjab Police Pakistan Facebook

মূলত, গত ২০ ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব রাজ্য পুলিশ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শাদাব খানকে শুভেচ্ছাদূত হিসেবে কাজের জন্য অনারারি বা সম্মানসূচক ডিএসপি মনোনীত করে।  পরবর্তীতে ফেসবুকে উক্ত ছবি প্রচার করে ‘পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শাদাব খান পাকিস্তান পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছেন’ শীর্ষক দাবিটি ছড়িয়ে পড়ে এবং শাদাব ক্রিকেট খেলা ছেড়ে পুলিশে যোগ দিয়েছেন ভেবে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়; যা সঠিক নয়। 

উল্লেখ্য, পূর্বে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পেসার নাসিম শাহ ক্রিকেট ছেড়ে পুলিশে যোগদান করার তথ্য প্রচার করা হলে সেসময় বিষয়টি বিভ্রান্তিকর শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, পাকিস্তানের ক্রিকেটার শাদাব খানের পাঞ্জাব পুলিশের সম্মানসূচক ডিএসপি হওয়ার বিষয়টিকে ক্রিকেট ছেড়ে পুলিশে যোগদানের দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Shadab Khan Facebook: Post
  • Punjab Police Pakistan Facebook: Post
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img