শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

সময় টিভির লোগো ব্যবহার করে বিটিএস তারকার নামে মিথ্যা তথ্য প্রচার

সম্প্রতি, সময় টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ডে “বিটিএস আর্মি ভি নিজে স্বীকার করলেন তার লিঙ্গ নেই তিনি একজন হিজলা” শীর্ষক শিরোনামে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

 বিটিএস তারকার

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ), এখানে(আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিটিএস তারকা ভি’কে নিয়ে উক্ত শিরোনামে সময় টিভি কোনো ভিডিও, ফটোকার্ড, নিউজস্ক্রল কিংবা প্রতিবেদন প্রকাশ করেনি বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে সময় টিভি’র লোগো যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবির সত্যতা শুরুতেই সময় টিভি’র ফেসবুক পেজে অনুসন্ধান চালায় রিউমার স্ক্যানার টিম। কিন্তু, অনুসন্ধানে সময় টিভি’র ফেসবুক পেজে উক্ত শিরোনামের কোনো ভিডিও, ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়াও, সময় টিভি’র ফেসবুক পেজে প্রচলিত ফটোকার্ডের ডিজাইন ও ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইন ও ফন্টের ভিন্নতা খুঁজে পাওয়া যায়।

Comparison Image By Rumor Scanner

পরবর্তীতে সময় টিভি’র ওয়েবসাইটে বিটিএস তারকা ভি’কে নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বেশকিছু প্রতিবেদন পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। কিন্তু, বিটিএস তারকা ভি’কে নিয়ে উক্ত শিরোনামের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

বিটিএস তারকা ভি’কে নিয়ে সময় টিভি’র ওয়েবসাইটে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন-

তাছাড়া সময় টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিও প্রতিবেদনের নিউজ স্ক্রল  পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে সময় টিভি’র প্রচলিত নিউজস্ক্রলের সাথে প্রচারিত ছবিটির বৈসাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

Comparison Image By Rumor Scanner

মূলত, সম্প্রতি বিটিএস তারকা ভি কে নিয়ে সময় টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটির শিরোনামে দাবি করা হয়েছে, “বিটিএস আর্মি ভি নিজে স্বীকার করলেন তার লিঙ্গ নেই তিনি একজন হিজলা”। তবে অনুসন্ধানে জানা যায়, সময় টিভি এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, বিটিএস তারকা ভি’এর ছবির সাথে মূলধারার গণমাধ্যম সময় টিভি’র লোগো ডিজিটাল প্রযুক্তির সাহায্যে এডিট করে “বিটিএস আর্মি ভি নিজে স্বীকার করলেন তার লিঙ্গ নেই তিনি একজন হিজলা” শীর্ষক দাবিতে ফটোকার্ডটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বেও এনটিভি’র ফটোকার্ড বিকৃত করে ফুটবল কিংবদন্তি পেলে’র নেম ভুয়া মন্তব্য প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, “বিটিএস আর্মি ভি নিজে স্বীকার করলেন তার লিঙ্গ নেই তিনি একজন হিজলা” শীর্ষক শিরোনামে ইন্টারনেটে প্রচারিত সময় টিভি’র লোগো সম্বলিত ফটোকার্ডটি বানোয়াট।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img