সম্প্রতি, শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে Sumon Hosen নামের একটি অ্যাকাউন্ট থেকে ঢালিউডের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা পরীমনির মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছে।

উক্ত টিকটক অ্যাকাউন্টটি (আর্কাইভ) থেকে এই দুই তারকার মৃত্যু দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢালিউডের আলোচিত তারকা জায়েদ খান এবং পরীমনি মারা যাননি। সম্প্রতি তাদের অসুস্থতার কোনো সংবাদও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে এই তারকাদের মৃত্যুর ভুয়া দাবি প্রচার করা হয়েছে।
চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক জায়েদ খানের মৃত্যুর দাবির বিষয়ে সত্যতা যাচাইয়ের শুরুতে দেশীয় মূলধারার গণমাধ্যমগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।
অনুসন্ধানের এ পর্যায়ে উক্ত তারকাদের মৃত্যুর বিষয়ে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। জায়েদ খানের মৃত্যু দাবিতে প্রচারিত পোস্টে তার মৃত্যুর কারণ হিসেবে শুটিং করতে গিয়ে দোতালা ভবন থেকে পড়ে মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়।

তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিটির সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া টিকটকে জায়েদ খানের মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে আজ জায়েদ খানের ভেরিফাইড ফেসবুক পেজে তার কার্যক্রমের ভিডিও প্রচার হতে দেখা যায়।

অর্থাৎ, চিত্রনায়ক জায়েদ খান শুটিং করতে গিয়ে দোতালা ভবন থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার তথ্যটি সঠিক নয়।
পরবর্তীতে চিত্রনায়িকা পরীমনির মৃত্যু দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় সেখানে তার মৃত্যুর কারণ হিসেবে সড়ক দুর্ঘটনায় কথা উল্লেখ করা হয়েছে।

তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিটির সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া টিকটকে পরীমনির মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে অর্থাৎ গতকাল পরীমনির ভেরিফাইড ফেসবুক পেজে তার ছেলে রাজ্যকে কোলে নিয়ে চলচ্চিত্র পরিচালক মিজানুর রহমান আরিয়ানের একটি ছবি প্রচার হতে দেখা যায়। এতে বোঝা যায়, তিনি বর্তমানে ফেসবুকে সক্রিয় রয়েছেন।

অর্থাৎ, চিত্রনায়িকা পরীমনি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার তথ্যটি সঠিক নয়।
মূলত, বিনোদন অঙ্গণের তারকাদের নিয়ে বিভিন্ন সময়ে ইন্টারনেটে নানা ধরনের তথ্য প্রচারের প্রবণতা দেখা যায়। একই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে Sumon Hosen নামের একটি অ্যাকাউন্ট থেকে চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা পরীমনির মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত তারকাদের কেউই মারা যাননি। উক্ত তারকাদের মধ্যে অনেকেই ফেসবুকে সচল থেকে নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, পূর্বেও একই টিকটক অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের ৯ তারকার মৃত্যুর গুজব প্রচার করা হলে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা পরীমনি মারা গেছেন দাবিতে টিকটকে প্রচারিত তথ্যগুলো ভুয়া এবং বানোয়াট।