টিকটকে ৯ তারকার মৃত্যুর গুজব 

গত কিছুদিন ধরে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে Sumon Hosen নামের একটি অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের কয়েকজন আলোচিত তারকার মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে।

তারকার মৃত্যুর

উক্ত টিকটক অ্যাকাউন্টটি (আর্কাইভ) থেকে চিত্রনায়ক শাকিব খান, ফেরদৌস, চিত্রনায়িকা শাবনূর, অপু বিশ্বাস, বুবলি, খলনায়ক মিশা সওদাগর, ডিপজল, কমেডি অভিনেতা কাবিলা এবং ছোটপর্দার অভিনেতা মুশফিক ফারহানের মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছে।

টিকটকে উক্ত তারকাদের মৃত্যু দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখান (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত তারকাদের কেউই এখন পর্যন্ত মারা যাননি বরং অধিক ভিউ পাবার আশায় নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে এই তারকাদের মৃত্যুর ভুয়া দাবি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে উক্ত তারকাদের মৃত্যুর বিষয়ে প্রচারিত ভিডিওগুলো প্রত্যেকটি আলাদাভাবে পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। রিউমর স্ক্যানারের পাঠকদের সুবিধার্থে পৃথক পর্যবেক্ষণ এবং প্রকৃত তথ্য পর্যায়ক্রমে উল্লেখ করা হলোঃ

শাকিব খান কি মারা গেছেন?

গত ১৭ নভেম্বর ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান মারা গেছেন দাবিতে টিকটকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: TikTok

উক্ত পোস্টে বলা হয়, ‘বাংলা সিনেমার চলচ্চিত্র নায়ক শাকিব খান আজকে শুটিং করতে গিয়ে ভোর ছয়টার দিকে পৃথিবী ছেড়ে বিদায় নেন।’

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে শুটিং করতে গিয়ে বা অন্যকোনো কারণে শাকিব খানের মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। টিকটকে শাকিব খানের মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে তার কার্যক্রমের ভিডিও প্রচার হতে দেখা গেছে।

Screenshot: Facebook

অর্থাৎ, চিত্রনায়ক শাকিব খান মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

ফেরদৌস কি মারা গেছেন?

ঢাকাই সিনেমার তারকা ফেরদৌস মারা গেছেন দাবিতে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: TikTok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ফেরদৌসের মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। টিকটকে ফেরদৌসের মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে ফেরদৌসের ভেরিফাইড ফেসবুক পেজে তার কার্যক্রমের ভিডিও প্রচার হতে দেখা গেছে।

Screenshot: Facebook

অর্থাৎ, চিত্রনায়ক ফেরদৌস মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

শাবনূর কি মারা গেছেন?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শাবনূরের মৃত্যুর সংবাদ নিয়ে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: TikoTok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে শাবনূরের মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।

অর্থাৎ, চিত্রনায়িকা শাবনূর মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

অপু বিশ্বাস খান কি মারা গেছেন?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাসের মৃত্যুর সংবাদ নিয়ে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: Tiktok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে অপু বিশ্বাসের মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। টিকটকে আপুর মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে অপুর ভেরিফাইড ফেসবুক পেজে তার কার্যক্রমের ভিডিও প্রচার হতে দেখা গেছে।

Screenshot: Facebook

অর্থাৎ, চিত্রনায়িকা অপু বিশ্বাস মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

মিশা সওদাগর কি মারা গেছেন?

ঢাকাই সিনেমার আলোচিত খলনায়ক মিশা সওদাগরের মৃত্যুর সংবাদ নিয়ে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: TikTok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে মিশার মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। টিকটকে মিশার মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে মিশার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তার কার্যক্রমের পোস্ট প্রচার হতে দেখা গেছে।

Screenshot: Facebook

অর্থাৎ, খলনায়ক মিশা সওদাগর মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

ডিপজল কি মারা গেছেন?

ঢাকাই সিনেমার আলোচিত খলনায়ক ডিপজলের মৃত্যুর সংবাদ নিয়ে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: TikTok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ডিপজলের মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। টিকটকে ডিপজলের মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে ডিপজলের ভেরিফাইড ফেসবুক পেজে তার কার্যক্রমের ভিডিও প্রচার হতে দেখা গেছে।

Screenshot: Facebook

অর্থাৎ, খলনায়ক ডিপজল মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

কাবিলা কি মারা গেছেন?

ঢালিউডের আরেক পরিচিত মুখ এক সময়ের জনপ্রিয় কমেডি অভিনেতা কাবিলা মারা যাওয়ার  দাবিতে প্রচারিত পোস্টটি দেখুন এখান (আর্কাইভ)।

Screenshot: TikTok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ডিপজলের মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।

অর্থাৎ, কমেডি অভিনেতা কাবিলা মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

বুবলি কি মারা গেছেন?

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলির মৃত্যুর সংবাদ নিয়ে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: TikTok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে বুবলির মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। টিকটকে বুবলির মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে বুবলির ভেরিফাইড ফেসবুক পেজে তার কার্যক্রমের পোস্ট প্রচার হতে দেখা গেছে।

Screenshot: Facebook

অর্থাৎ, চিত্রনায়িকা বুবলি মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়।

মুশফিক ফারহান কি মারা গেছেন?

ছোটপর্দার তারকা অভিনেতা মুশফিক ফারহানের মৃত্যুর সংবাদ নিয়ে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

Screenshot: TikTok

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ফারহানের মৃত্যুর বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। টিকটকে ফারহানের মৃত্যুর সংবাদ প্রচারের পরবর্তী সময়ে ফারহানের ভেরিফাইড ফেসবুক পেজে তার কার্যক্রমের ভিডিও প্রচার হতে দেখা গেছে।

Screenshot: Facebook

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, উক্ত তারকাদের মৃত্যু নিয়ে প্রচারিত তথ্যগুলো সঠিক নয়।

মূলত, বিনোদন অঙ্গণের তারকাদের নিয়ে বিভিন্ন সময়ে ইন্টারনেটে সূত্র ও প্রমাণবিহীন নানা ধরনের তথ্য প্রচারের প্রবণতা দেখা যায়। গত কিছুদিন ধরে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে Sumon Hosen নামের একটি অ্যাকাউন্ট থেকে চিত্রনায়ক শাকিব খান, ফেরদৌস, চিত্রনায়িকা শাবনূর, অপু বিশ্বাস, বুবলি, খলনায়ক মিশা সওদাগর, ডিপজল, কমেডি অভিনেতা কাবিলা এবং ছোটপর্দার অভিনেতা মুশফিক ফারহানের মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত তারকাদের কেউই এখন পর্যন্ত মারা যাননি। মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত তাদের কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। তাছাড়া, উক্ত তারকাদের মধ্যে অনেকেই ফেসবুকে সচল থেকে নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাবার আশায় নির্ভরযোগ্যকোনো তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত অ্যাকাউন্টের মাধ্যমে তারকাদের মৃত্যুর ভুয়া দাবি টিকটকে প্রচার করা হয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও বিভিন্ন তারকাদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, চিত্রনায়ক শাকিব খান, ফেরদৌস, চিত্রনায়িকা শাবনূর, অপু বিশ্বাস, বুবলি, খলনায়ক মিশা সওদাগর, ডিপজল, কমেডি অভিনেতা কাবিলা এবং ছোটপর্দার অভিনেতা মুশফিক ফারহান মারা গেছেন দাবিতে প্রচারিত তথ্যগুলো ভুয়া এবং বানোয়াট।

তথ্যসূত্র

  • Shakib Khan Facebook: Post
  • Ferdous Ahmed Facebook: Post
  • Apu Biswas Facebook: Post
  • Bubly Facebook: Post
  • Dipjol Facebook: Post
  • Misha Sawdagar Facebook : Post
  • Mushfiqu R Farhan Facebook: Post
  • Rumor Scanner’s Own Analysis

আরও পড়ুন

spot_img