আগামী ৩১ মে এসএসসির ফল প্রকাশিত হবে দাবিতে ২০২০ সালের সংবাদ প্রচার

সম্প্রতি, সময় টিভির একটি সংবাদ প্রতিবেদনের ভিডিও ব্যবহার করে এসএসসি ২০২৪ তোমাদের জন্য সুখবর আগামী ৩১ মে তোমাদের রেজাল্ট দিবে সকাল দশটায় তোমরা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবে শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি এই ভিডিওটি দেখা হয়েছে ৬ লক্ষ ৩৩ হাজারেরও বেশি বার। ভিডিওটিতে ২৪ হাজার ছয়শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া দেখানো হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের তারিখ এখনো ঘোষণা করা হয়নি বরং, ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের একটি অংশ ব্যবহার করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে ভিডিওতে প্রচারিত আলোচিত দাবি নিয়ে প্রাসঙ্গিক একাধিক কি-ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২১ মে “এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর একটি অংশই আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে যুক্ত করা হয়েছে।

Video Comparison: Rumor Scanner

ভিডিও থেকে জানা যায়, ২০২০ সালে কোভিড-১৯ সংকট চলাকালীন অনিশ্চয়তা কাটিয়ে ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার তারিখ নির্ধারণ করা হয়। ফলাফল তারিখের দিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করার কথা বলা হয়।

এছাড়া, গত মাসে আগামী ৫ মে এসএসসির ফল প্রকাশ দাবিতে ঢাকা বোর্ডের নামে ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুকে ছড়িয়ে পড়লে গত ২৭ মার্চ বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সেসময় ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার রিউমর স্ক্যানারকে জানান, “এসএসসির ফলাফল নিয়ে কোনো নোটিশ এখন অবধি দেওয়া হয়নি।”

মূলত, ২০২০ সালে কোভিড-১৯ সংকট চলাকালীন অনিশ্চয়তা কাটিয়ে একই বছরের ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করার তারিখ নির্ধারণ করা হয়। এ বিষয়ে সেসময় দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। সম্প্রতি সময় টিভির উক্ত খবরের ভিডিওর কিছু অংশ ব্যবহার করে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ৩১ মে তারিখে প্রকাশিত হবে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

সুতরাং, ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণার সংবাদ ব্যবহার করে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল আগামী ৩১ মে তারিখে প্রকাশিত হবে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img