সম্প্রতি, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সহ একটি ওয়েবসাইট থেকে ১৮ বছরের বেশি প্রতিটি নাগরিককে ১০ হাজার টাকা অনুদান প্রদানের দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটিতে প্রায় ৫ হাজার ১০০ টি পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং পোস্টটি শেয়ার করা হয়েছে প্রায় ৫৪১ বার।
যা দাবি করা হচ্ছে
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছবিসহ একটি ওয়েবসাইটের লিংক ফেসবুকে শেয়ার করে সকল নাগরিক, নিয়মিত কিংবা অনিয়মিত শ্রমিক,সীমিত আয়ের লোক এবং বেকারদের জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে। উক্ত দাবিতে একটি নিবন্ধ লিংকে ক্লিক করে নিবন্ধ করতে বলা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জান যায়, ১৮ বছরের বেশি বয়সী দেশের প্রত্যেক নাগরিককে ১০ হাজার টাকা দেওয়ার কোনো ঘোষণা সরকার বা রাষ্ট্রপতি দেয়নি। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবিসহ একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে প্রত্যেক নাগরিককে ১০ হাজার টাকা অনুদান প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে প্রত্যেক নাগরিককে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার দাবিকৃত ওয়েবসাইটিতে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম।
ওয়েবসাইটটিতে প্রবেশ করলে “ আপনার ফোন নাম্বার রেজিস্টার করুন যাতে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারি। নম্বরটির মালিকানা নিশ্চিত করতে আপনি একটি কোডসহ একটি বার্তা পাবেন। আয়তক্ষেত্রে লিখুন এবং নিশ্চিত করুন ক্লিক করুন। আপনি যে পদ্ধতিতে অনুদান পাবেন তা সমন্বয় করতে আপনার নিবন্ধিত ফোন নম্বরে আপনার সাথে যোগাযোগ করা হবে” এমন কিছু তথ্য আসে এবং পরবর্তী ধাপে যেতে বলা হয়।
ক্লিক করার পর “gaskmedics.com” নামক ওয়েবসাইটে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে বলা হয়।
তবে গোপন পিন কোড বসিয়ে নিবন্ধ করার পরবর্তীতে নিবন্ধনকৃত ফোন নাম্বরে সেখান থেকে যোগাযোগ করার কথা বলা হলেও পরবর্তীতে নিবন্ধনকৃত নাম্বারে কেউ যোগাযোগ করেননি এবং ফোনেও কোনো টাকা আসেনি।
এছাড়া, বাংলাদেশ রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যেক নাগরিককে ১০ হাজার টাকা অনুদান প্রদানের কোনো তথ্য গণমাধ্যম কিংবা সরকারের কোনো সূত্রে জানা যায়নি৷
অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, এটি একটি ভুয়া প্রচারণা।
মূলত, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি ব্যবহার করে ১৮ বছরের কম বয়সী প্রতিটি নাগরিককে ১০ হাজার টাকার অনুদান প্রদানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। তবে উক্ত ক্যাম্পেইনের লিংকে ঢুকে প্রদত্ত সকল ধাপ অতিক্রম করে দেখা যায় সেখানে অনুদান দেওয়া হচ্ছে না। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতির ছবি দিয়ে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও রাষ্ট্রপতির ছবি ব্যবহার করে অনুদান প্রদানের দাবিতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে প্রলোভন দেখানো হলে সেসময় বিষয়গুলো নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি ব্যবহার করে দেশের প্রত্যেক নাগরিককে ১০ হাজার টাকা প্রদানের দাবিতে প্রচারিত ওয়েবসাইটটি ভুয়া এবং দাবিটি সম্পূর্ণ প্রতারণামূলক।
তথ্যসূত্র
- gaskmedics.com : Website Analysis
- Rumor Scanner Own Analysis