রাষ্ট্রপতির ছবি ব্যবহার করে দেশের প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তার ভুয়া ক্যাম্পেইন

সম্প্রতি, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি যুক্ত করে ‘আমরা প্রত্যেক নাগরিককে ১৫ হাজার বাংলাদেশী টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি ছবিতে ক্লিক করুন এবং নিবন্ধন করুন’ শীর্ষক শিরোনামে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

যা দাবি করা হচ্ছে

একটি ওয়েবসাইটের লিংক ফেসবুকে শেয়ার করে প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়ার দাবি প্রচার করা হয়েছে। ছবিতে ক্লিক করে নিবন্ধন করার কথা বলা হয়েছে।

রাষ্ট্রপতি

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দেশের প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা দেওয়ার কোনো ঘোষণা সরকার বা রাষ্ট্রপতি দেয়নি। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবিসহ একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তা প্রদানের এই প্রলোভন দেখানো হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়ার দাবিকৃত ওয়েবসাইটটিতে প্রবেশ করে রিউমর স্ক্যানার টিম।

Screenshot: Scam Website

ওয়েবসাইটটিতে প্রবেশ করলে শুরুতে “অভিনন্দন! একজন নাগরিক, আপনাকে ২৫ হাজার বাংলাদেশী টাকা মূল্যের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অনুদান। এখান থেকে অনুদানের জন্য নিবন্ধন করুন।” শীর্ষক একটি বার্তা প্রদর্শিত হয় এবং নিচের একটি বাটনে নিবন্ধন করতে বলা হয়। 

লক্ষ্য করে দেখা যায়, ওয়েবসাইটটিতে প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করার দাবি করলেও ওয়েবসাইটে প্রবেশের পর অর্থ মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়ার দাবি করা হয়েছে।

ওয়েবসাইটটির নিবন্ধন বাটনে ক্লিক করার পর ‘my.gaskmedics.com’ নামক ওয়েবসাইটে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে বলা হয়।

Screenshot: Scam Website

ওয়েবসাইটে থাকা তথ্যানুযায়ী ফোন নাম্বার প্রবেশ করলে এসএমএসের মাধ্যমে মোবাইল ফোনে একটি ওটিপি পিন কোড আসে।

Screenshot: Scam Website

তবে গোপন পিন কোডটি প্রবেশ করে পরের ধাপে যেতে চাইলে আবার চেষ্টা করতে বলা হয়। কিন্তু ফোনে কোনো টাকা আসেনি।

Screenshot: Scam Website

এছাড়া বাংলাদেশ সরকার বা রাষ্ট্রপতি কর্তৃক এমন কোনো সহায়তা প্রদানের তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরোক্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, এটি একটি ভুয়া ক্যাম্পেইন।

মূলত, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি ব্যবহার করে প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা সহায়তা প্রদানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। তবে উক্ত ক্যাম্পেইনের লিংকে ঢুকে প্রদত্ত সকল ধাপ অতিক্রম করে দেখা যায় সেখানে সহায়তা দেওয়া হচ্ছে না। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতির ছবি দিয়ে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার উদ্দেশ্যে এই ক্যাম্পেইনটি পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিকাশের ওয়েবসাইট নকল করে প্রতারণার উদ্দেশ্যে প্রলোভন দেখানো হলে সে সময় উক্ত বিষয়টিকে মিথ্যা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি ব্যবহার করে দেশের প্রত্যেক নাগরিককে ১৫ হাজার টাকা প্রদানের দাবিতে প্রচারিত ওয়েবসাইটটি ভুয়া এবং দাবিটি সম্পূর্ণ প্রতারণামূলক।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img