সম্প্রতি, “এলাকার মাস্তান আমরা,,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্তান,বুঝতে পারছোস, পিতা সমতুল্য একজন সাধারন মানুষের সাথে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগো ধারী শিক্ষকের ব্যবহার, এরা নাকি আবার জাতির কারিগর” শীর্ষক শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক বাস চালককে হেনস্তা দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং ভিডিওটি ২০১৭ সালের এবং হেনস্তাকারী ঐ ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন।
কি-ওয়ার্ড সার্চ পদ্ধতির মাধ্যমে, দেশীয় গণমাধ্যম ‘চ্যানেল আই’ এর অনলাইন সংস্করণে ২০১৭ সালের ১৭ জুনে “রাস্তায় মাস্তানি করা ব্যক্তি ঢাবির শিক্ষক নয়” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এছাড়াও এই ঘটনা নিয়ে যমুনা টিভিতে ২০১৭ সালের ১৯ জুন একটি বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হয়।
মূলত, ২০১৭ সালের ১৬ জুন রাতে ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার সংযুক্ত একটি ব্যক্তিগত গাড়িতে বাস ধাক্কা দেওয়ার অভিযোগে এক ব্যক্তি ঐ বাস চালককে হেনস্তা করেন ও গাড়ির ভেতরে থাকা ব্যক্তি এবং নিজেকে তিনি একজন শিক্ষক বলে দাবি করেন। চ্যানেল আই এর প্রতিবেদনে উক্ত হেনস্তাকারী ব্যক্তিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রিয়াদ তানসেন দাবি করা হলেও রিয়াদ তানসেন সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিষয়টি অস্বীকার করে নিজেকে ভিডিওর ব্যক্তি নন বলে দাবি করেন সেসময়ে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তৎকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া গণমাধ্যমকে নিশ্চিত করেন যে অভিযুক্ত ব্যক্তি ঢাবির শিক্ষক নন।
শিক্ষক পরিচয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বাস চালককে হেনস্তা করায় ঐ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয় এবং ভিন্ন ভিন্ন দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তাছাড়া ২০১৮ সালেও প্রায় একই দাবিতে ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছিলো।
উল্লেখ্য, ব্যক্তিগত ঐ গাড়িটিতে ঢাবির স্টিকার সংযুক্ত থাকায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় ফলে হেনস্তাকারী ব্যক্তিটিকে ঢাবির শিক্ষক দাবিতে আলোচিত ভিডিওটি প্রচার হতে থাকে। তবে ঐ ঘটনা চলাকালীন সময়ে গাড়ির ভেতরে থাকা ব্যক্তিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলো কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।
আরো পড়ুনঃ এমপি মুরাদকে গণধোলাইয়ের ভিডিও নয় এটি
সুতরাং, ব্যক্তিগত গাড়িতে বাস ধাক্কা দেওয়ার অভিযোগে বাস চালককে হেনস্তাকারী এক ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চার বছর পুরোনো একটি ভিডিও পুনরায় প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: এলাকার মাস্তান আমরা,,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্তান,বুঝতে পারছোস
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]