এমপি মুরাদকে গণধোলাইয়ের ভিডিও নয় এটি

সম্প্রতি, “ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় টাকলা মুরাদ কে সাধারণ মানুষের গন দোলাই” শীর্ষক শিরোনামসহ ভিন্ন ভিন্ন শিরোনামে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বিতর্কিত এমপি মুরাদকে সাধারণ মানুষ কর্তৃক গণধোলাইয়ের নয় বরং এটি ২০১৭ সালে নামিবিয়ার একটি ফিলিং স্টেশনে, স্টেশন কর্মীদের দ্বারা মদ্যপ শেতাঙ্গ ব্যক্তিকে মারধরের ঘটনার ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, একটি ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ৮ জানুয়ারিতে “Petrol Attendant beat up a man” শীর্ষক শিরোনামে প্রকাশিত ১ মিনিটের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আফ্রিকান সংবাদ মাধ্যম ‘The Citizen’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১১ই জানুয়ারিতে “WATCH: Petrol attendants fight back after alleged racist attack” শীর্ষক শিরোনামে উক্ত ভিডিও সম্পর্কিত প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

মুরাদ
Screenshot from The Citizen website

প্রতিবেদনটি থেকে জানা যায়, EFF এর জাতীয় মুখপাত্র ‘Mbuyiseni Quintin Ndlozi’ তার ভেরিফাইড ফেসবুক আইডি এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট হতে ২০১৭ সালে ০২ জানুয়ারি উক্ত ঘটনার একই ভিডিও প্রকাশ করেন।

মূলত, নামিবিয়ার রাজধানী উইন্ডহকের ছোট মফস্বল শহরের একটি গ্যাস ফিলিং স্টেশনে সেবা গ্রহণের পর এক মদ্যপ শেতাঙ্গ ব্যক্তি অর্থ প্রদানে অস্বীকৃতি জানায় এবং ফিলিং স্টেশনের কর্মীকে হেনস্তা করায় ফিলিং স্টেশনে অবস্থানরত কর্মীরা ক্ষিপ্ত হয়ে ঐ শ্বেতাঙ্গ ব্যক্তিটিকে মারধর করে।

আরো পড়ুনঃ অটোরিকশা থেকে গর্ভবতী মহিলাকে উদ্ধারের ভিডিওটি পূর্বপরিকল্পিত

সুতরাং, ২০১৭ সালে নামিবিয়ার একটি গ্যাস ফিলিং স্টেশনে স্টেশন কর্মীদের দ্বারা মদ্যপ শেতাঙ্গ ব্যক্তিকে মারধরের ঘটনার ভিডিওকে বর্তমানে জাইমা রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় বাংলাদেশের বিতর্কিত এমপি মুরাদকে গণপিটুনির ভিডিও দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় টাকলা মুরাদ কে সাধারণ মানুষের গন দোলাই
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Mbuyiseni Quintin Ndlozi FB: https://www.facebook.com/mbuyiseni/videos/10154934403814066

  2. Mbuyiseni Quintin Ndlozi Instagram: https://www.instagram.com/p/BOwjsEjhb1E

  3. The Citizen: https://www.citizen.co.za/news/south-africa/1393397/watch-petrol-attendants-fight-back-after-alleged-racist-attack/
  4. YouTube: https://www.youtube.com/watch?v=I_Y5JLVIkDw

আরও পড়ুন

spot_img