শুক্রবার, এপ্রিল 19, 2024
spot_img

অটোরিকশা থেকে গর্ভবতী মহিলাকে উদ্ধারের ভিডিওটি পূর্বপরিকল্পিত

সম্প্রতি, “Respect humanity” শিরোনামে একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায়, রাস্তার পাশে বিকল একটি অটোরিকশার চালক তার অটোরিক্সায় অবস্থানরত প্রসব বেদনায় কাতরানো এক গর্ভবতী নারীকে সাহায্যের রাস্তায় মানুষদের অনুরোধ করছেন। কিছুক্ষণ পর অটো-চালকের অনুরোধে একটি গাড়ি থামে এবং একজন শিশু মেয়ে গাড়ি থেকে বেরিয়ে গর্ভবতী পানি পান করায় ও তাকে বিকল অটোরিক্সা থেকে উদ্ধার করে নিয়ে যায়।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অটোরিকশায় প্রসব বেদনায় কাতরানো মহিলার ভিডিওটি বাস্তব নয় বরং এটি পূর্ব-পরিকল্পিত সামাজিক সচেতনতা মূলক ভিডিও।

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে “Tumse Na Hoga” নামের একটি ভারতীয় ফেসবুক পেজে গত ৭ ডিসেম্বরে প্রকাশিত ৩ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ৩ঃ০১ মিনিটের সময় ভিডিও স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠে যেখানে লেখা ছিলো “This reel like video footage is published only for the purpose of educating the public by making them understand how the real world situations will be. During this video making, we have taken real incidents and picturised (them) to educate the public.” অর্থাৎ সম্পূর্ণ ভিডিও চিত্রটি পরিকল্পিত এবং শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

এছাড়া, প্রচারিত ভিডিও গুলোর নিচে ফেসবুক কর্তৃক স্বয়ংক্রিয় একটি রিকোমেন্ড সেকশন দেখা যায় যেখানে লেখা ছিলো “Watch more original videos by: LOBO 619″। পরবর্তীতে LOBO 619 নামের পেজটি অনুসন্ধান করে সেখানে একই ধরণের বিভিন্ন শিক্ষামূলক ও সচেতনতামূলক ভিডিও দেখতে পাওয়া যায়।

তবে আলোচিত ভিডিওটি LOBO 619 পেজে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু পেজটিতে থাকা অন্যান্য ভিডিওর শেষে যে ‘disclaimer’ বা বার্তা দেয়া রয়েছে তার সাথে আলোচিত ভিডিওটির বার্তার হুবুহু মিল রয়েছে।

গর্ভবতী

উল্লেখ্য, LOBO 619 নামের ফেসবুক পেজটি মূলত ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদের মোহাম্মদ খাইয়ুম নামের একজন উপস্থাপক ও অভিনেতার, যিনি লোবো নামেই পরিচিত।

আরো পড়ুনঃ নাচের ভিডিওটি জাতীয় শোক দিবসের কোন অনুষ্ঠানের নয়

অর্থাৎ, শিক্ষামূলক উদ্দেশ্যে প্রসব বেদনায় কাতরানো গর্ভবতী মহিলাকে উদ্ধারের পূর্ব-পরিকল্পিত একটি ভিডিওকে বর্তমানে ডিসক্লেইমার ছাড়া বাস্তব ঘটনা দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: অটোরিকশা থেকে গর্ভবতী মহিলাকে উদ্ধার
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Facebook Page video: https://www.facebook.com/watch/?v=216228697222915 / https://perma.cc/5JTL-EM68
  2. LOBO 619 Page: https://www.facebook.com/thisislobo/videos/1999370140244733
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img