শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

বিএনপি নেতা রফিকুলের লাশ উদ্ধারের ঘটনাটি ৯ বছর পূর্বের

সম্প্রতি, “ঢাকার ৫৬নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক রফিকুল ইসলামের লাশ হাতকড়া পরা অবস্থায় কুষ্টিয়া থেকে উদ্ধার!ধরল ঢাকায়,লাশ পরল কুষ্টিয়ায়! তাহাও হাতকড়াবস্থায়! ওখানে গেল কি করে?” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় ঢাকার ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ৯ বছর পূর্বের ঘটনা।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফেসবুক পেজে ২০১৩ সালের ০৬ জানুয়ারিতে ‘হাতকড়া লাগানো অবস্থায় বিএনপি নেতার লাশ উদ্ধার‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণে ২০১৩ সালের ৮ আগস্টে “দুই লাখ টাকায় রফিকুলকে কুষ্টিয়ায় খুন করা হয়, মূল পরিকল্পনাকারী শাশুড়িসহ ৪ জন গ্রেফতার” শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

বিএনপি
Screenshot from Jugantor website

এছাড়াও তৎকালীন সময়ে উক্ত ঘটনাটি নিয়ে মূলধারার সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত আরো কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে

Screenshot from Banglanews24 website

মূলত, ঢাকার ৫৬ নং ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ২০১৩ সালের ০৫ জানুয়ারিতে (শনিবার) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে একদল র‌্যাব পরিচয়ধারীদের হাতে অপহৃত হন এবং শনিবার রাতেই একই উপজেলার বাগুনহাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের জিকে ক্যানেলের পাশে একটি পিঁয়াজের ক্ষেত থেকে হাতকড়া লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে, রফিকুলের লাশ উদ্ধারের প্রায় সাত মাস পর উক্ত ঘটনায় অভিযুক্ত তার শাশুড়িসহ মোট ৪ জনকে গ্রেফতার করে র‌্যাব এবং ২০১৩ সালের ৭ আগস্ট রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দফতরে গণমাধ্যমকর্মীদের সামনে অভিযুক্তদের হাজির করে উক্ত ঘটনা সম্পর্কে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার তৎকালীন পরিচালক এম হাবিবুর রহমান বলেন, ‘রফিকের শাশুড়ি-ই খুনের মূল পরিকল্পনাকারী এবং তাদের জিজ্ঞাসাবাদে লিপি আক্তার অকপটে রফিকুলকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করে।’

র‌্যাব কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতারকৃত চারজনের মধ্যে ফজলুর রহমান একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তিনি র‌্যাব-৩ এ কর্মরত ছিলেন এবং হাতকড়া তিনিই সরবরাহ করেছিলেন। এ কারণে রফিকুল অপহৃত হলে গুজব ছড়ানো হয় যে র‌্যাবই তাকে তুলে নিয়ে গেছে।’

Screenshot from Daily Sangram website

আরো পড়ুনঃ বিবিসির বরাতে ইনকিলাবে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি ৮ বছর পূর্বের

তবে রফিকুলের স্ত্রী আয়েশা সিদ্দিকা ঝরা তৎকালীন সময়ে গণমাধ্যমকে জানান ‘দুই মাস আগে গত ৩০ মে আমার মাকে স্থানীয় শেখপাড়া বাজার থেকে র‌্যাবের পরিচয়ে অপহরণ করা হয়। এরপর আমরা তার আর কোনো খোঁজ পাইনি। স্বামী খুনের পর আমার মানসিক অবস্থা খুবই খারাপ। এর ওপর আমার মাকে অপহরণ করা হয়। আর আজ তাকে সেই খুনের দায়ে গ্রেফতার দেখানো হলো’।

উল্লেখ্য, রফিকুল হত্যার পর ২০১৩ সালের ১৩ জানুয়ারি নিহতের ছোট ভাই মফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৬-৭ জনের নামে শৈলকুপা থানায় হাজির হয়ে মামলা (মামলা নং-১০) দায়ের করেন।

অর্থাৎ, ৯ বছর পূর্বে কুষ্টিয়ায় হাতকড়া পরা অবস্থায় বিএনপি নেতা রফিকুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনাকে বর্তমানে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: বিএনপির সাঃসম্পাদক রফিকুল ইসলামের লাশ হাতকড়া পরা অবস্থায় কুষ্টিয়া থেকে উদ্ধার
  • Claimed By: Facebook & Twitter Users
  • Fact Check: Misleading

[/su_box]

তথ্যসূত্র

  1. Naya Diganta: https://www.facebook.com/nayadiganta/photos/a.273162218974/10151615518493975 / Archive: https://perma.cc/N666-UCP8
  2. Bangla News 24: https://www.banglanews24.com/national/news/bd/163813.details
  3. Jugantor: https://www.jugantor.com/old/last-page/2013/08/08/19184
  4. Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0
  5. Daily Sangram: https://dailysangram.com/post/124155-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE–%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%96%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BF
  6. Ittefaq: https://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTFfMDJfMTNfMV8yXzFfODI2OTM=
RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img