সম্প্রতি, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেওয়ার ঘটনায় উক্ত বক্তব্য প্রদানের তারিখ হিসেবে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন দিনের কথা উল্লেখ করে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


২০ মে (শনিবার) উল্লেখ করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সমকাল, ভোরের কাগজ, আজকালের খবর, সিলেট টুডে, দ্য ডেইলি ক্যাম্পাস।

২১ মে (রবিবার) উল্লেখ করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন চ্যানেল আই অনলাইন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর কথা ২০ মে বা ২১ মে বলেননি বরং গত ১৯ মে (শুক্রবার) রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।
কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ‘Bangladesh Nationalist Party – BNP’ এর ফেসবুক পেজে গত ১৯ মে রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ থেকে সম্প্রচারিত লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৪৭ মিনিট ৪৫ সেকেন্ডে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর বক্তব্যখুঁজে পাওয়া যায়।

উক্ত লাইভ ভিডিওর ৪৭ মিনিট ৩৬ সেকেন্ড হতে ৫০ সেকেন্ড পর্যন্ত রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, “আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।”
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে সমাবেশ মূলধারার গণমাধ্যম মানবজমিন এর ওয়েবসাইটে গত ২০ মে ‘পুঠিয়ায় বিএনপির সমাবেশ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ১৯মে(শুক্রবার) বেলা সাড়ে ৩টা থেকে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
অর্থাৎ, বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর কথা ১৯ মে(শুক্রবার) রাজশাহীর পুঠিয়ায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বলেছিলেন।
মূলত, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য প্রদান করেন। এ বিষয়ে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, তিনি এই বক্তব্য ২০ ও ২১ তারিখে প্রদান করেছেন। প্রকৃতপক্ষে, ২০ ও ২১ তারিখ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির কোনো সমাবেশই অনুষ্ঠিত হয়নি।
প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের গত ১৯ মে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন তারিখে গণমাধ্যমে সংবাদ প্রতিবেদন প্রকাশ করছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party – BNP – Facebook Page
- Manab zamin: পুঠিয়ায় বিএনপির সমাবেশ
- Rumor Scanner’s own analysis