সম্প্রতি “বাধা উপেক্ষা করে ট্রেনে করে খুলনার পথে হাজার হাজার নেতাকর্মী” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
যা দাবি করা হচ্ছে
ফেসবুকে গত ২২ অক্টোবর ‘হুসাইন মোহাম্মদ বিপ্লব’ নামক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওর (আর্কাইভ) ক্যাপশনে উল্লেখ করা হয়, “ধর্মঘটের কারণে খুলনার সাথে সারা দেশের সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সব বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে ট্রেনে করে হাজার হাজার বিএনপি নেতাকর্মী খুলনা আসছেন।”
ভিডিওতে দেখা যায়, ছাদভর্তি মানুষ নিয়ে একটি ট্রেন একটি ব্রিজ অতিক্রম করছে। ভিডিওতে বিএনপি নেতাকর্মীদের স্লোগানের অডিও শোনা যায়।
একই ভিডিও সম্বলিত ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি খুলনার গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে বিএনপি’র নেতা-কর্মীদের ট্রেনে করে যাওয়ার ঘটনার নয় বরং এটি চলতি বছরের ঈদুল ফিতরে মানুষের বাড়ি ফেরার ভিডিও।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে ইউটিউবে ‘BD Train Express’ নামক একটি চ্যানেলে গত ১ মে “নাড়ির টানে যখন মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরে || ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে কোনো স্লোগান শোনা যায়নি বরং ট্রেনের আওয়াজই শোনা যাচ্ছিল।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি নেতাকর্মীদের খুলনার গণসমাবেশে গমনের নয় এবং এতে সংযুক্ত বিএনপির স্লোগানটিও সম্পাদনা করে যুক্ত করা।
পরবর্তীতে একই দিন (১ মে) ফেসবুকে ‘Ashraful Alam Nobel Patowary’ নামক পেজে একই ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “বলতে হবে এরা ট্রেন নিয়ে কই যাচ্ছে ??? ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার,,,,,এ এক ইতিহাস !!!! বেসম্ভবের দেশ!!”
একটি ভিডিওর নানান প্রেক্ষাপট দাবি!
ট্রেনের ছাদভর্তি হয়ে মানুষের গমনের ভিডিওটি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার।
গত ১২ আগস্ট ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান Logically জানায়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা বিহারের উদ্দেশ্যে এ দেশ ছাড়ার ভিডিও দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত ১৯ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম India Today জানায়, পাশ্ববর্তী দেশগুলো থেকে শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিডিও দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মূলত, গত ২১ শে অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে গণসমাবেশের আগের দিন থেকেই শুরু হয় জেলাটিতে দুই দিনের পরিবহন ধর্মঘট। যার ফলে বাসসহ গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশে যোগ দিতে বাধা-বিপত্তি ডিঙিয়ে নেতা-কর্মীরা নানাভাবে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হয়। এরই প্রেক্ষিতে চলতি বছরের ঈদুল ফিতর পালনের উদ্দেশ্যে মানুষের ট্রেনে করে বাড়ি ফেরার ভিডিওকে সাম্প্রতিক সময়ে “বাধা উপেক্ষা করে ট্রেনে করে খুলনার পথে হাজার হাজার নেতাকর্মী” শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৩ মে বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়।
প্রসঙ্গত, সম্প্রতি বিএনপির খুলনার গণসমাবেশকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন (এখানে, এখানে) প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ঈদুল ফিতর পালনের উদ্দেশ্যে মানুষের ট্রেনে করে বাড়ি ফেরার ভিডিওকে খুলনায় বিএনপির গণসমাবেশে গমনের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- BD Train Express: ‘নাড়ির টানে যখন মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরে || ৪৭ আপ দেওয়ানগঞ্জ কমিউটার’
- Ashraful Alam Nobel Patowary: Facebook video