সম্প্রতি, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভিকে বিএনপির সমাবেশে অবাঞ্ছিত ঘোষণা শীর্ষক তথ্য বা শিরোনামে সময় টিভি ও একাত্তর টিভির ডিজাইন সম্বলিত দুইটি আলাদা ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে সময় টিভির ডিজাইন সম্বলিত ফটোকার্ডসহ ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একাত্তর টিভির ডিজাইন সম্বলিত ফটোকার্ডসহ ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সময় টিভি ও একাত্তর টিভিকে বিএনপির সমাবেশে অবাঞ্ছিত ঘোষণা করা হয়নি এবং সময় টিভি ও একাত্তর টিভি উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ড দুইটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে সময় টিভি এবং একাত্তর টিভির ডিজাইন সম্বলিত ফটোকার্ড দুইটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। তবে সেই ফটোকার্ডগুলোতে এই সংবাদটি প্রচারের কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
তবে ২৮ অক্টোবরে ঢাকায় বিএনপির মহাসবেশ অনুষ্ঠিত হওয়ায় ধারণা করা যায় বিএনপি’র এই মহাসমাবেশকে কেন্দ্র করেই আলোচিত দাবিটি ইন্টারনেটে এসেছে।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ফটোকার্ডটিতে থাকা সময় টিভি ও একাত্তর টিভির লোগোর সূত্র ধরে ২৮ অক্টোবরে সময় টিভি ও একাত্তর টিভির ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে শিরোনাম বা তথ্য সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও সময় টিভি এবং একাত্তর টিভির ওয়েবসাইট কিংবা অন্যকোনো গণমাধ্যমেও উক্ত দাবিতে প্রচারিত কোনো সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তীতে বিএনপির ইউটিউব চ্যানেলে ২৮ অক্টোবরে ঢাকার নয়া পল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে প্রচারিত সরাসরি সম্প্রচার গুলো (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭) বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। তবে সেই ভিডিও গুলোতে সময় ও একাত্তর টিভিকে বিএনপির সমাবেশে বক্তব্য প্রদানকারী কোনো নেতা সময় ও একাত্তর টিভিকে বিএনপির সমাবেশে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
আলোচিত দাবির বিষয়ে জানতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবিরের কাছে জানতে চাইলে তিনি এই তথ্যটিকে ভুয়া বলে চিহ্নিত করেন।
তবে অনুসন্ধানে দেশিয় গণমাধ্যম দ্য ডেইলি স্টার এ গত ৮ আগস্টে “সময়-একাত্তর টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপি নেতাদের” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপি নেতারা বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি ও একাত্তর টিভির টকশো অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বরাত দিয়ে দ্য ডেইলি স্টার এ তথ্য প্রকাশ করে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘টকশোতে অংশগ্রহণকারী দলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দুটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নেব না।’
তিনি আরও বলেন, ‘সময় টিভিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারকে হেয় করতে বিভিন্ন ভিডিও দেখাচ্ছে। চ্যানেলটি শত্রুর মতো আচরণ করছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে।’
জাতীয় দৈনিক প্রথম আলোতে গত ৮ আগস্ট ‘বেসরকারি দুটি টেলিভিশনের টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপির’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
মূলত, গত ২৮ অক্টোবরে একদফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার নয়া পল্টনে বিএনপি মহাসমাবেশ করে। উক্ত মহাসমাবেশে সময় টিভি ও একাত্তর টিভিকে বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করেছে দাবিতে সময় টিভি এবং একাত্তর টিভির ডিজাইন সম্বলিত দুটি ফটোকার্ড ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে ২৮ অক্টোবরের সমাবেশেবিএনপি কর্তৃক সময় টিভি ও একাত্তর টিভিকে অবাঞ্ছিত ঘোষণা করার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সময় টিভি ও একাত্তর টিভি উক্ত দাবিতে কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যম দুইটির ফটোকার্ড নকল করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
প্রসঙ্গত, ২৮ অক্টোবরে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ইন্টারনেটে বিভিন্ন ভুল তথ্য প্রচারিত হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে:
- বিএনপি ও জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে তিন সাংবাদিক আক্রমণের শিকার দাবিতে গণমাধ্যমের নকল ফটোকার্ড প্রচার
- ইত্তেফাকের ফটোকার্ড নকল করে বিএনপি’র সমাবেশস্থলে হাঁসের উপস্থিতির ভুয়া তথ্য প্রচার
- নেতা-কর্মীদের পরিবারের নিকট থেকে বিদায় নিয়ে ঢাকায় আসতে বললেননি রিজভী
সুতরাং, ২৮ অক্টোবরে নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে সময় টিভি ও একাত্তর টিভিকে অবাঞ্ছিত করার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে সময় টিভি ও একাত্তর টিভির নামে প্রচারিত ফটেকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- SomoyTv – Facebook Page
- Jugantor – বিএনপির মহাসমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
- BNP – Youtube
- The Daily Star – সময়-একাত্তর টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপি নেতাদের
- Prothom Alo – ‘বেসরকারি দুটি টেলিভিশনের টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপির’
- Statement from Shairul Kabir