সম্প্রতি, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬০ এর দশকের ছবি দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬০ এর দশকের ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত ছবিটি আসল নয় বরং ইন্টারনেট থেকে হেদিল মেজরি নামক তিউনিসিয়ার একজন নাগরিকের একটি ছবি সংগ্রহ করে তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুখমণ্ডল বসিয়ে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬০ এর দশকের ছবি দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজের নাম দেখতে পাওয়া যায়।

তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজে ৬০ এর দশকে বেগম খালেদা জিয়ার এমন ছবি খুঁজে পাওয়া যায়নি।
ছবিটির সত্যতা যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Hedil Mejri নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৫ অক্টোবরে প্রকাশিত একটি ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়।

Hedil Mejri নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বিস্তারিত তথ্য লক্ষ্য করে দেখা যায়, তিনি তিউনিসিয়া দেশের নাগরিক।
একই দিনে হেদিল মেজরি তার ফেসবুক অ্যাকউন্টেও একই ছবিটি প্রকাশ করেন।

অর্থাৎ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬০ এর দশকের ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়।
মূলত, গত ৫ অক্টোবরে হেদিল মেজরি নামক একজন তিউনিসিয়ান নাগরিক তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি ছবি প্রকাশ করেন। তবে সম্প্রতি হেদিল মেজরির সেই ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে ঐ ছবিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুখমণ্ডলের ছবি বসিয়ে বেগম জিয়ার ৬০ এর দশকের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে প্রচার করা হলে সেসময় সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন কয়েকটি প্রতিবেদন দেখুন:
- ঘোড়ার পিঠে বসা তারেক রহমানের ভাইরাল এই ছবিটি এডিটেড
- এক নারীর সঙ্গে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত মুহুর্তের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড
- নুরুল হক নুরের সাথে শামা ওবায়েদের ভাইরাল এই ছবিটি এডিটেড
সুতরাং, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৬০ এর দশকের ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত এই ছবিটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Bangladesh Jatiotabadi Chatrodol – Facebook Page
- Hedil Mejri – Instagram Post
- Hedil Mejri – Facebook Post