সম্প্রতি, ‘নয়াপল্টনে নিজেদের ছোড়া ইট-পাটকেলে যুবদল নেতা নিহত’ শীর্ষক শিরোনামে একটি গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদের স্ক্রিনশট দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট (আর্কাইভ)।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘নয়াপল্টনে নিজেদের ছোড়া ইট-পাটকেলে যুবদল নেতা নিহত’ শীর্ষক শিরোনামে কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়নি। প্রকৃতপক্ষে, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে ‘নয়াপল্টনে সংঘর্ষে যুবদল নেতা নিহত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদের শিরোনাম এবং ইন্ট্রো এডিট বা সম্পাদনার মাধ্যমে আলোচিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র ওয়েবসাইটে গত ২৮ অক্টোবর ‘নয়াপল্টনে সংঘর্ষে যুবদল নেতা নিহত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনটি পর্যালোচনা দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনের স্ক্রিনশটের সাথে উক্ত পোর্টালের নিউজের টেমপ্লেটের হুবহু মিল রয়েছে। এছাড়াও উক্ত নিউজে ব্যবহৃত ফিচার ইমেজ, ক্রেডিট লাইন এবং প্রকাশের তারিখের সাথে আলোচিত স্ক্রিনশটের প্রতিবেদনের মিল রয়েছে।
এছাড়া, এ বিষয়ে অধিকতর নিশ্চিতে উক্ত প্রতিবেদনের URL-এর ক্যাশ এবং আর্কাইভ অনুসন্ধান করে আলোচিত স্ক্রিনশটে থাকা শিরোনামের সাথে উক্ত প্রতিবেদনের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি; উক্ত দাবিতে অন্যান্য গণমাধ্যম বা সংশ্লিষ্ট কোনো গ্রহণযোগ্য সূত্রে কোনো সংবাদ পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত দাবিতে কোনো গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়নি।
মূলত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উক্ত সমাবেশে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে শামীম মোল্লা নামের এক ব্যক্তি আহত হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে যুবদল কর্মী বলে দাবি করে বিএনপি। এর প্রেক্ষিতে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের ওয়েবসাইটে গত ২৮ অক্টোবর ‘নয়াপল্টনে সংঘর্ষে যুবদল নেতা নিহত’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। পরবর্তীতে উক্ত সংবাদের শিরোনাম ও ইন্ট্রো এডিট বা সম্পাদনার মাধ্যমে ‘নয়াপল্টনে নিজেদের ছোড়া ইট-পাটকেলে যুবদল নেতা নিহত’-তে পরিবর্তন করে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উল্লেখ্য, পূর্বেও বিএনপি’র এই মহাসমাবেশকে কেন্দ্র করে গুজব ছড়ানো হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
- খিচুড়ি খেয়ে বিএনপি নেতাকর্মীদের অসুস্থ হওয়ার ভুয়া দাবি প্রথম আলো ও কালবেলার নকল ফটোকার্ডে প্রচার
- তাঁতী দলের নেতা আজাদ পুলিশের ১০ হাজার পোশাকসহ গ্রেপ্তার হননি
সুতরাং, ‘নয়াপল্টনে নিজেদের ছোড়া ইট-পাটকেলে যুবদল নেতা নিহত’ শীর্ষক শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Pratidin Website: নয়াপল্টনে সংঘর্ষে যুবদল নেতা নিহত | Online Version (bd-pratidin.com)
- Rumor Scanner’s Own Analysis