রবিবার, ডিসেম্বর 3, 2023
spot_img

ভিডিওটি পুলিশ সদস্যদের নাচের নয়

সম্প্রতি, “আমাদের বাংলাদেশের পুলিশ ভাইয়ারাও যে নাচতে পারে দেখিয়ে দিল অসাধারণ ড্যান্স হয়েছে” শীর্ষক শিরোনামে একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

নাচের

ফেসবুকে প্রচারিত এরূপ কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, উক্ত ভিডিওতে অংশগ্রহণকারীরা বাংলাদেশ পুলিশের সদস্য নন বরং নারায়ণগঞ্জ ইপিজেড এর এপিক গ্রুপ নামের একটি গার্মেন্টস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মী। 

অনুসন্ধানের শুরুতেই আলোচ্য ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টিম। পর্যালোচনায় দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যানারে EPIC UTSAAB-2022, Egmcl Annual Cultural Ceremony লেখা দেখতে পাওয়া যায়। 

Indication By Rumor Scanner 

পরর্বতীতে, একই ভিডিওর আরো কিছু কী-ফ্রেমের স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘Ayman Haq’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ সেপ্টেম্বর ‘পুলিশ চোরের প্রেমে পড়েছি।’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Source: Aynul Haq Facebook Page

ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে উক্ত ফেসবুক পেজের প্রোফাইল পিকচারে থাকা ব্যক্তির ছবির সাথে আলোচিত ভিডিওতে পুলিশের ভূমিকায় নাচা ব্যক্তির মুখমণ্ডলের গঠনগত মিল লক্ষ্য করা যায়।

Image Analysis: Rumor Scanner

বিস্তারিত অনুসন্ধানে, একই ব্যক্তির ‘Aynul Haq Ayman’ নামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। উক্ত অ্যাকাউন্ট থেকে ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টে সংযুক্ত কিছু ছবির সাথে আলোচ্য ভিডিওর পুরোপুরি লক্ষ্য করা যায়। এতে স্পষ্ট হয় যে, ছবিগুলো উক্ত নাচের সময় ধারণকৃত।  

Source: Aynul Haq Ayman Facebook Profile

অধিকতর সত্যতা নিশ্চিতের উদ্দেশ্যে আয়নুল হক আয়মানের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি রিউমর স্ক্যানারকে জানান, তিনি এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচার কোম্পানির একজন চাকুরিজীবী। ২০২২ সালে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এবং তার ইউনিটের সহকর্মীরা মিলে উক্ত নাচের দৃশ্য পরিবেশন করেন। গানের বিষয়বস্তুর সাথের মিল রাখার উদ্দেশ্যে পুলিশের পোশাক ভাড়া করেন তারা।

বক্তব্যের পাশাপাশি প্রাণস্বরূপ বি.এফ.ডি.সি, তেজগাঁও এর কামরুল এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে পুলিশের পোশাক ভাড়া নেওয়ার রসিদ রিউমর স্ক্যানারকে প্রদান করেন তিনি।

Image: Memo of renting police uniforms.

পরবর্তীতে উক্ত রসিদের সত্যতা যাচাইয়ে কামরুল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। রসিদটি সত্য বলে দোকানটির তরফ থেকে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয়।

মূলত, ২০২২ সালে নারায়ণগঞ্জ ইপিজেড এর এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচার কোম্পানির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কিছু কর্মী পুলিশের পোশাক পড়ে একটি নাচের দৃশ্য পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানের ভিডিওকেই পুলিশ সদস্যের নাচের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্বেও পুলিশ সদস্যদের মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, একটি শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিওকে পুলিশ সদস্যদের নাচের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img