সম্প্রতি, ব্রেকিংঃ সকল শিক্ষার্থীরা পাবে ৫ হাজার করে টাকা, আবেদন এর শেষ সময় ২৮ ফেব্রুয়ারী! শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সকল শিক্ষার্থীর পাঁচ হাজার টাকা করে পাওয়ার দাবিটি সত্য নয় বরং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা এসেছে।
এ বিষয়ে অনুসন্ধানে সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর ই-সার্ভিস’র অন্তর্ভুক্ত অনলাইন আবেদন ব্যবস্থাপনা সিস্টেম এর ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অধীনে আর্থিক সাহায্য প্রদান করছে। এই সহায়তার অধীনে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।
অর্থাৎ, শুধু মাধ্যমিক পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ৫ হাজার টাকা সহায়তা পাবে।
তাছাড়া, গত ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া আগামী ২৯ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলমান থাকবে। তবে প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি।
মূলত, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। তবে উক্ত তথ্যকেই সম্প্রতি সকল শিক্ষার্থী ৫ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তাছাড়া, আবেদন প্রক্রিয়া ২৯ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা বলা হলেও ফেসবুকের পোস্টগুলোতে একদিন কমিয়ে ২৮ ফেব্রুয়ারি বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্বেও একই বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, শুধু মাধ্যমিক পর্যায়ের সুনির্দিষ্ট ক্যাটাগরির কিছু শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা ভর্তি সহায়তা প্রদানের ঘোষণাকে সকল সকল পর্যায়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।