সম্প্রতি,“এটা হাতে আঁকা কোনো শিল্পকর্ম নয়। সমুদ্রে সূর্যাস্তের অসাধারণ ফটোগ্রাফি।” শীর্ষক ক্যাপশনে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত কিছু ছবি দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সমুদ্রে সূর্যাস্তের অসাধারণ ফটোগ্রাফি দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ছবি তৈরির টুলস মিডজার্নি দিয়ে তৈরি ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘absolutely.ai’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১৬ আগস্টে প্রকাশিত ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

উক্ত ইনস্টাগ্রাম পোস্টে থাকা ক্যাপশন থেকে জানা যায়, পোস্টকৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্বারা ছবি তৈরির টুলস মিডজার্নি দিয়ে তৈরি।
এছাড়া বিষয়টি অধিকতর যাচাইয়ের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্তকরণ ওয়েবসাইট ‘huggingface.co’ ছবিটির ব্যাপারে জানতে চাইলে ওয়েবসাইটটি ছবিটি ৭৫% কৃত্রিম হিসেবে চিহ্নিত করে।

মূলত, গত ১৬ আগস্ট কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ছবি তৈরির ওয়েবসাইট ‘absolutely.ai’ এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সমুদ্র সূর্যাস্তের একটি ছবি পোস্ট করা হয়। যা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি। পরবর্তীতে উক্ত ছবিটি সমুদ্রে সূর্যাস্তের আসল ছবি দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, পূর্বে ঘরবাড়িসহ মানুষের মুখ সদৃশ একটি ছবিকে ক্যামেরায় তোলা বাস্তব ছবি দাবিতে প্রচার করা হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন করে রিউমর স্ক্যানার।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সমুদ্রে সূর্যাস্তের ছবিকে ক্যামেরায় ধারণকৃত বাস্তব ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- absolutely.ai – Instagram Post
- huggingface.co – Website
- Rumor Scanner’s own analysis