বাংলাদেশের পাঠ্যবইগুলোতে ভুলের প্রবণতার বিষয়টি বেশ কয়েক বছর ধরেই সমালোচিত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সপ্তম শ্রেণির বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ) বইয়ে একটি তথ্যগত ভুল দেখেছে রিউমর স্ক্যানার।
যে ভুল নিয়ে আলোচনা
মাধ্যমিকের সপ্তম শ্রেণির ‘বিজ্ঞান’ (অনুসন্ধানী পাঠ) পাঠ্যবইয়ের ২য় অধ্যায়ে (১৬ নং পৃষ্ঠা) “নিউক্লিয়াস” নামক প্যারায় তেজস্ক্রিয় রশ্মির বিষয়ে জানাতে গিয়ে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের একটি ছবির নিচে লেখা রয়েছে,”জাপানের হিরোশিমায় নিউক্লিয়ার বোমার বিস্ফোরণে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি বের হয়েছিল।”
একই দাবি দেখুন দাখিলের সপ্তম শ্রেণির ‘বিজ্ঞান’ পাঠ্যবইয়ের ২য় অধ্যায়ে (১৬ নং পৃষ্ঠা)।
অর্থাৎ, পাঠ্যবইটিতে উক্ত ছবিটিকে হিরোশিমায় নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের ছবি দাবি করা হচ্ছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাঠ্যবইয়ের উক্ত ছবিটি হিরোশিমায় নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের ছবি নয় বরং এটি জাপানের আরেক শহর নাগাসাকিতে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক নিউজ ওয়েবসাইট ‘Live Science’ এ ২০২২ সালের ১০ মার্চ “What happens when a nuclear bomb explodes?” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ছবিটির বিষয়ে লাইভ সায়েন্স লিখেছে, “এখানে, ৮ আগস্ট, ১৯৪৫-এ জাপানের নাগাসাকিতে নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হলে মাশরুম মেঘ তৈরি হয়েছিল।”
পরবর্তীতে মার্কিন সংবাদমাধ্যম ‘CNN’ এর ওয়েবসাইটে ২০২০ সালের আগস্টে প্রকাশিত এক প্রতিবেদনেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায় যেখানে ছবিটিকে নাগাসাকির বলেই উল্লেখ করা হয়েছে।
লাইভ সায়েন্স এবং সিএনএনে ছবির সূত্র হিসেবে ‘গেটি ইমেজেস’ এর নাম উল্লেখ করা হয়েছে।
অনুসন্ধানে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘Getty Images’ এর ওয়েবসাইটেও একই ছবিকে নাগাসাকির বলেই উল্লেখ পাওয়া যায়।
অর্থাৎ, পাঠ্যবইয়ে আলোচিত ছবিটি হিরোশিমা নয় বরং নাগাসাকির।
হিরোশিমায় বিস্ফোরণের এমন কোনো ছবি কি আছে?
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যে বিমান থেকে বোমা ফেলা হয়েছিল সেই বিমানে ছিলেন টেইল গানার হিসেবে দায়িত্বরত বব ক্যারন। তিনি সেসময় একটি ছবি তুলেছিলেন। অনেকটা নাগাসাকির আলোচিত ছবির মতোই এই ছবিতেও বোমার বিস্ফোরণে সৃষ্ট মাশরুম ক্লাউডের সৃষ্টি হতে দেখা যায়।
তবে হিরোশিমায় বিস্ফোরণের আরেকটি ছবি বেশ প্রচলিত। এই ছবিতেও বিস্ফোরণের ভয়াবহতা স্পষ্ট দেখা যায়।
মূলত, সপ্তম শ্রেণির বিজ্ঞান (অনুসন্ধানী পাঠ) পাঠ্যবইয়ে ১৯৪৫ সালে নিউক্লিয়ার বোমার বিস্ফোরণের একটি ছবিকে জাপানের হিরোশিমার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। তবে ছবিটি হিরোশিমার নয়। প্রকৃতপক্ষে, জাপানের আরেক শহর নাগাসাকিতে আরেক নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের ঘটনার ছবি এটি।
উল্লেখ্য, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমানের মাধ্যমে জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়।
প্রসঙ্গত, পাঠ্যবইয়ে থাকা ভুলের বিষয়ে চলতি বছর (২০২৩) ইতোমধ্যে আরও তিনটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, সপ্তম শ্রেণির বিজ্ঞান পাঠ্যবইয়ে নাগাসাকির ছবিকে হিরোশিমার ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Live Science: What happens when a nuclear bomb explodes?
- CNN: In pictures: The bombings of Hiroshima and Nagasaki
- Getty Images: Japan/USA: Nuclear explosion over Nagasaki, 9 August 1945
- New York Times: The Hiroshima Mushroom Cloud That Wasn’t