বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দৃশ্য দাবিতে একটি ছবি মূলধারার গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে আসছে।
উক্ত ছবি ব্যবহার করে সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত ছবি ব্যবহার করে দেশীয় একাধিক গণমাধ্যমে ২০২৩ সালে প্রকাশিত প্রতিবেদন দেখুন ইনডিপেনডেন্ট টিভি, ভোরের কাগজ, নিউজ ২৪ (ইউটিউব), জুম বাংলা।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের নয় বরং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এলিজাবেথ রিভার টানেলের ছবিকে বঙ্গবন্ধু টানেলের ছবি দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক গণমাধ্যম 13NEWSNOW এর ওয়েবসাইটে ২০১৯ সালের ০১ নভেম্বর ‘Waze Beacons partners with Elizabeth River Tunnels to improve navigation’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, আলোচিত ছবিটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এলিজাবেথ রিভার টানেলের।
এছাড়াও ভার্জিনিয়া কমনওয়েলথ পরিবহন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি নথিতেও একই টানেলের আরকেটি ছবির বিষয়বস্তুর সাথে আলোচিত ছবির দৃশ্যমান মিল পাওয়া যায়।
২০২৩ সালে ইউটিউবে প্রকাশিত এলিজাবেথ রিভার টানেলের একটি ভিডিওর সাথে এবং ২০২০ সালে এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এলিজাবেথ রিভার টানেলের একটি ছবির সাথেও আলোচিত ছবিটি’র গঠনগত মিল পরিলক্ষিত হয়।
এছাড়াও গত বছর চালু হওয়া চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের ছবির সাথে দাবিকৃত ছবির তুলনামূলক পার্থক্য করেও টানেল দুইটির গঠনগত পার্থক্য লক্ষ্য করা যায়।
মূলত, ২০২৩ সালের ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল চালু করা হয়। উক্ত টানেলের ছবি দাবিতে বিভিন্ন সময়ে ইন্টারনেটে একটি ছবি প্রচার হতে দেখা যায়। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এলিজাবেথ রিভার টানেলের।
উল্লেখ্য, পূর্বে বঙ্গবন্ধু টানেলের ছবি দাবিতে প্রচারিত ৪টি ভুল ছবি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের এলিজাবেথ রিভার টানেলের ছবিকে বঙ্গবন্ধু টানেলের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- 13NEWSNOW: Waze Beacons partners with Elizabeth River Tunnels to improve navigation
- Virginia Commonwealth Transportation Board: https://www.ctb.virginia.gov/resources/2019/oct/pres/4.leadership_changes.pdf
- YouTube: Elizabeth River Tunnel Virginia
- X: Elizabeth Has Science Homework (Keene)
- Rumor Scanner’s Own Analysis