সম্প্রতি, একটি টানেল সদৃশ স্থানের প্রবেশমুখের ছবিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত উদ্বোধনের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু টানেলের ছবি দাবি করে গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন এটিএন নিউজ (ইউটিউব), চ্যানেল২৪ (ইউটিউব), ভোরের ডাক, একুশে সংবাদ, রিদ্মিক নিউজ, সময়ের আলো, একাত্তর টিভি, সকালের সময়।
একই দাবিতে ২০২২ সালে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন ঢাকা টাইমস।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি বঙ্গবন্ধু টানেলের নয় বরং জার্মানির একটি টানেল এবং কর্ণফুলী নদীর একটি ছবিকে এডিটের মাধ্যমে জোড়া লাগিয়ে এটিকে বঙ্গবন্ধু টানেলের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে।
মূলত, আলোচিত ছবির টানেলটির নাম Engelberg Base Tunnel যা জার্মানির Baden-Württemberg শহরে অবস্থিত। টানেলটির নির্মাণ কাজ ১৯৯৫ সালে শুরু হয়ে ১৯৯৯ সালে সমাপ্ত হয়। জার্মানির এই টানেলের একটি ছবির সাথে কর্ণফুলী নদীর একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটের মাধ্যমে দুইটি ছবিকে একত্রিত করে বঙ্গবন্ধু টানেলের ছবি দাবিতে গণমাধ্যমে প্রচার হয়ে আসছে।
উল্লেখ্য, ২০২২ সালেও ছবিটিকে বঙ্গবন্ধু টানেলের দাবিতে ফেসবুকে প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।
হালনাগাদ/ Update
২১ জানুয়ারি, ২০২৪ : এই প্রতিবেদন প্রকাশ পরবর্তী সময়েও কতিপয় গণমাধ্যমে একই দাবি প্রচার করার প্রেক্ষিতে সেসব গণমাধ্যমকেও দাবি হিসেবে প্রতিবেদনে যুক্ত করা হলো।