সম্প্রতি “আগামীকাল হতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সুত্রঃ সময় টিভি” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত শীর্ষক তথ্যটি চলতি বছরের নয় বরং এটি ২০২০ সালের সিদ্ধান্ত, এছাড়া সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে এখনো কোন সিদ্ধান্ত গৃহীত হয় নি।
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদ মাধ্যম ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৬ই মার্চে ‘স্কুল-কলেজ, পরীক্ষা বন্ধ | School College Shutdown‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই ঘোষণাটি-ই পুনরায় সাম্প্রতিক সময়ের ঘোষণা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি (বুধবার) ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী হাইকোর্টে রিট করেন। হাইকোর্টে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে এই রিট পরবর্তী সময়ে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম সময় টিভি’র নামে খোলা একটি ভুয়া ইউটিউব চ্যানেল হতে ২০২০ সালের পুরোনো প্রতিবেদনের ভিডিওটি নতুন করে প্রকাশ হওয়ার পরেই সময় টিভি’র বরাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার দাবিটি সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে, সময় টিভি’র ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং তাদের অনলাইন সংস্করণ যাচাই করে সাম্প্রতিক সময়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সম্পর্কিত নতুন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
আরো পড়ুনঃ ০১ সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার সংবাদটি বিভ্রান্তিকর
এছাড়া, এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় হতে আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শীর্ষক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৬ই জানুয়ারি শিক্ষামন্ত্রী গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।

প্রসঙ্গত, করোনো ভাইরাসের সংক্রমণ রোধে ২০২০ সালে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তটি ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হয় এবং সেবছর ১২ সেপ্টেম্বর হতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পুনরায় চালু হয়।
সুতরাং, ২০২০ সালে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার তথ্যটি সাম্প্রতিক সময়ে চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা হয়েছে শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: আগামীকাল হতে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সুত্রঃ সময় টিভি
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- Somoy Tv YouTube: https://www.youtube.com/watch?v=NnZspOqHfKs
- Prothom Alo: https://www.prothomalo.com/education/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80
- Bdnews24: https://m.bdnews24.com/amp/bn/detail/bangladesh/1735216
- The Daily Star: https://www.thedailystar.net/bangla/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE/%E0%A7%AB%E0%A7%AA%E0%A7%A9-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-260211