সম্প্রতি “০১ সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে” শীর্ষক শিরোনামের একটি খবর বিভিন্ন ভুঁইফোঁড় অনলাইন পোর্টালের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ভুঁইফোঁড় অনলাইন পোর্টালের প্রকাশিত নিউজের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ০১ সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার খবরটি সত্য নয় বরং সরকার এখনও শিক্ষাপ্রতিষ্ঠান চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি।
মূলত, অনলাইন পোর্টালগুলোর সংবাদের শিরোনামে ০১ সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার কথা উল্লেখ থাকলেও সংবাদের মূল অংশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরাসরি কোন তথ্য দেয়া নেই। বরং সংবাদের ভেতরে ভিন্ন কিছু বিষয় উল্লেখ করে শেষে এ বিষয়ে এখনো পর্যন্ত নতুন কোন সিদ্ধান্ত হয়নি বলা হয়েছে।
খবরটির কিছু অংশ গুগল সার্চ করে দেখা যায় গত ০৫ আগস্টে দ্যা ডেইলি ক্যাম্পাস নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত একটি সংবাদ থেকে লেখাটি পুরোপুরি কপি করা হয়েছে।
গত ১১ আগস্টে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন “স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না”।

এছাড়াও, গত ০৯ আগস্ট সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, “সংক্রমণের হার সন্তোষজনকভাবে কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে” বলে গতকাল এ বিষয়ে সর্বশেষ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং কয়েক দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর মাধ্যমে সর্বশেষ তা ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
অর্থাৎ, আগামী ১ সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার সংবাদটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: ০১ সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছে
- Claimed By: Facebook Posts, Web Portals
- Fact Check: Misleading
[/su_box]