সম্প্রতি অনলাইনে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তানের সেনার চড় মারার ভিডিও।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি ৮ লক্ষ ২০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ৪২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি এই ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে কিছু অসংগতি লক্ষ্য করা যায়। যেমন: চড়/ঘুষি মারার পরবর্তী সময়ে ট্রাম্প ও আশেপাশের মানুষের মুভমেন্ট বা অঙ্গভঙ্গিতে বেশ অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এছাড়াও, ট্রাম্পকে এমনভাবে আক্রমণ করার পরও সামনের বামপাশের মানুষদের বেশ নির্বিকারভাবেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরূপ অসংগতি সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্ট দেখা যায়।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করলে ভিডিওটি আসল হওয়ার সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল বাসভবন ও কর্মক্ষেত্র ‘দ্যা হোয়াইট হাউজ’ এর ইউটিউব চ্যানেল ও ‘DWS News’ নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১৮ সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একটি প্রেস কনফারেন্সের ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ও উক্ত প্রেস কনফারেন্স দুই জায়গাতেই ডোনাল্ড ট্রাম্পের সামনে ‘Tech Prosperity Deal’ও লেখা দেখতে পাওয়া যায়। কিন্তু, উক্ত প্রেস কনফারেন্সে আলোচিত ঘটনার অনুরূপ কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি।

পরবর্তীতে আলোচিত ভিডিওটি এআই ও ডিপফেক কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক ও মিটার’ ও ‘হাইভ মডারেশন’ এ বিশ্লেষণ করলে এটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আফগানিস্তানের সেনার চড় মারার আসল ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- The White House – President Trump Participates in a Press Conference with Prime Minister Keir Starmer
- DWS News – Full Q&A: Reporters Grill Trump & UK PM Starmer in Historic Joint Press Conference | AC1E
- Hive Moderation
- DeepFake-O-Meter
- Rumor Scanner’s analysis