সিরাজগঞ্জের শাহ শরীফ জিন্দানী (রাঃ) মাজার নয়, এই ভিডিওটি ভিন্ন একটি মাজারে হামলার 

গত ১৬ সেপ্টেম্বর থেকে ‘এই মুহূর্তে গভীর রাতে সিরাজগঞ্জের শাহ-জিন্দানীর মাজারে তৌহিদী জনতার ব্যপক হামলা ও ভাংচুর,, সেনাবাহিনী ও পুলিশ জানলেও ঘটনাস্থলে কেউ যায়নি!…’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সিরাজগঞ্জের শাহ শরীফ জিন্দানী (রাঃ) মাজারের নয়। প্রকৃতপক্ষে, গত মার্চে বরগুনার ভিন্ন একটি মাজার ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে BD Mirror নামক ইউটিউব চ্যানেলে গত ১৭ মার্চ ‘বরগুনার আমতলীতে ইসমাইল শাহ মাজারে অগ্নিসংযোগ-ভাঙচুর-লুটপাট’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওর সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০৭ থেকে ০০:২০ সেকেন্ড পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে। 

উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, গত ১৭ মার্চ রাতে বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী ইসমাইল শাহ মাজারে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

পরবর্তীতে, ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টিভির ওয়েবসাইটে গত ১৭ মার্চ ‘বরগুনায় হযরত ইসমাইল শাহ এর মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবিটির সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।  

Comparison: Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৬ মার্চ রাত সাড়ে এগারোটার দিকে বরগুনার আমতলী উপজেলার বটতলা এলাকায় ইসমাইল শাহ এর মাজারে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবেদনে সংযুক্ত ছবিটি উক্ত ঘটনার দৃশ্য। 

এই বিষয়ে অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে একই তারিখে ‘বরগুনায় মধ্যরাতে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। 

গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে সিরাজগঞ্জের শাহ শরীফ জিন্দানী (রাঃ) মাজারে সাম্প্রতিক সময়ে হামলা-ভাঙচুরের ঘটনার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। এছাড়া, উক্ত মাজারের দাবিকৃত  হামলা-ভাঙচুরের ঘটনা প্রতিরোধে পুলিশ-সেনাবাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা পালন সংক্রান্ত দাবিটিও ভিত্তিহীন। 

সুতরাং, সাম্প্রতিক সময়ে সিরাজগঞ্জের শাহ শরীফ জিন্দানী (রাঃ) মাজারে কথিত তৌহিদী জনতার হামলা-ভাঙচুরের ভিডিও দাবিতে বরগুনার ইসমাইল শাহ মাজারের হামলা-অগ্নিসংযোগের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img