বাংলাদেশ আওয়ামী লীগের গত ৩ অক্টোবরের মিছিলের ভিডিও দাবিতে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগের আলোচিত মিছিলের ভিডিওটি গত ৩ অক্টোবরের নয়। বরং, গত ৫ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে হওয়া মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক ইত্তেফাক-এর ইউটিউব চ্যানেলে গত ৫ সেপ্টেম্বর নি/ষি/দ্ধ থাকা আ. লীগের মিছিল থেকে গ্রেপ্তার ৭ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনে উল্লিখিত আওয়ামী লীগের মিছিলের ভিডিওর সাথে গত ৩ অক্টোবরের মিছিলের দাবিতে প্রচারিত মিছিলের ফুটেজের মিল রয়েছে। উভয় ভিডিওতে ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’-এর একই ব্যানারে একই স্থানে মিছিলটিকে দেখতে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) জুম্মার নামাজের পর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি বের হয়। মিছিলটি থেকে সাতজনকে আটক করা হয় বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।
উক্ত মিছিলের বিষয়ে সেসময় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
সুতরাং, গত ৩ অক্টোবরের আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে ৫ সেপ্টেম্বরের ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Ittefaq Website: নি/ষি/দ্ধ থাকা আ. লীগের মিছিল থেকে গ্রেপ্তার ৭
- Bdnews24 Website: এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল
- Rumor Scanner’s Analysis